বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রিয়াদে শুরু হয়েছে চার দিনব্যাপী সৌদি ফুডেক্স মেলা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়: সৌদি আরব
  ১৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫২

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের ১৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ১১তম সৌদি ফুডেক্স ২০২৪ বিশ্বের ৩৩টি দেশ এ মেলায় তাদের নিজস্ব তৈরি পণ্যের প্রায় দুই শতাধিক স্টোলের মাধ্যমে তুলে ধরছেন।

মেলায় নানান বয়সের দর্শনার্থীদের দেখা যায়, এক্সপোর্ট, ইমপোর্ট যারা করেন তারাও এই মেলায় অংশ নিয়েছেন, ঘুরে দেখছেন বিভিন্ন কোম্পানির পণ্য সামগ্রী।

সৌদি ফুডেক্স মেলায় অংশ নিয়েছে সৌদি আরব, জাপান, তুর্কি, চায়না, শ্রীলংকা, ভারত, পাকিস্তান, পোল্যান্ড, ইন্দোনেশিয়া, ফিলিপিন, মিশর, কাতার দুবাই, বাহারাইনসহ ৩৩টি দেশের বহুজাতিক কোম্পানি। দুবছর আগে সৌদি ফুডেক্স মেলায় বাংলাদেশের পাঁচটি কোম্পানি অংশ নিলেও এবার কোন কোম্পানিকে এই মেলায় দেখা যায়নি।

সৌদি ফুডেক্স মেলা ঘুরে দেখেন জেদ্দা থেকে আগত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এর কমার্শিয়াল কাউন্সিলর সৈয়দা নাহিদা হাবিবা।

তিনি বলেন, এত বড় মেলায় বাংলাদেশি কোনো প্রতিষ্ঠানে অংশ নেয়নি। অংশ না নেওয়ার কি কারণ তা জানি না, তবে তিনি আশাবাদী আগামীতে বাংলাদেশি যে কোম্পানিগুলো রয়েছে তারা অবশ্যই তাদের পণ্য নিয়ে এমন আয়োজনে অংশ নিয়ে বাংলাদেশের ব্যবসায়িক প্রতিনিধিত্ব করবেন।

এ সময় উপস্থিত ছিলেন সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান ও নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম হৃদয়। বিভিন্ন দেশের নাগরিকরা মেলায় থাকা স্টোল গুলো ঘুরে দেখেন।

সৌদি ফুডেক্সের মেলায় অংশ নিয়েছে  আল নাদিক,আরএম গ্রুপ , আরোয়া ফুড,তাবলে ফুড ,আমল আল-হারাবি ,কদু, সিলন, জাপানি হালাল সহ ৩৩টি  দেশের বহুজাতিক কোম্পানি। অনেক কোম্পানি মেলায় আগত এক্সপোর্ট -ইমপোর্টারদের জন্য রয়েছে আকর্ষণীয় গাড়ি ।

১৬ই সেপ্টেম্বর থেকে ১৯ সেপ্টেম্বর চার দিনব্যাপী এ মেলা চলবে। বিগত বছরগুলোতে সৌদি ফুডেক্স মেলার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত পাকিস্তান সহ বেশ কয়টি কোম্পানি সৌদি আরবে ব্যবসায়িকভাবে লাভবান হয়েছেন রয়েছে তাদের নিজস্ব কোম্পানির শোরুম। জুস এন্ড বেভারেজ প্রোডাক্টগুলো বাজারজাত হচ্ছে অনেক বেশি।

তবে এ বছর বাংলাদেশি কোন প্রতিষ্ঠান সৌদি ফুডেক্সে অংশ নেয়নি । সৌদিতে বাংলাদেশী প্রাণ, বিডি,আরএফএল, বেঙ্গল গ্রুপ  সহ বহুজাতিক কোম্পানি ইতিমধ্যে সৌদিতে পণ্য সামগ্রী সেল করছেন। তবুও এ বছর বাংলাদেশি কোন কোম্পানি স্টল  চোখে পড়েনি।

মন্তব্য করুন