বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বাংলাদেশিকে গলা কেটে হত্যা করলো সৌদি নাগরিক

নিজস্ব প্রতিবেদক
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২২:৪৬
ছবি- সংগৃহীত

সৌদির আরবের দাম্মামে গাড়ি পার্কিং নিয়ে কথা কাটাকাটির জেরে ক্ষুব্ধ সৌদি নাগরিকের ছুরির আঘাতে প্রবাসী এক বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

নিহত নাসির হাওলাদার (৩০) ফরিদপুরের ভাঙ্গার ঘারুয়া ইউনিয়নের রশিবপুরা গ্রামের মো. গিয়াস হাওলাদের ছেলে। দাম্মামে তিনি ব্যক্তিগত গাড়ি ভাড়ায় চালাতেন। সৌদি পুলিশ ঘটনা স্থল থেকে নাসিরের লাশ উদ্ধার এবং ঘাতক সৌদি নাগরিককে আটক করেছে।

নিহত নাছিরের চাচাতো ভাই মনির হাওলাদার জানান, সোমবার বাংলাদেশ সময় দুপুর ১টায় এ দুর্ঘটনা ঘটে। নাসির সকালে গাড়ি নিয়ে বাসা থেকে বের হয়েছিল। গাড়িটি সড়কের পাশে পার্কিং করাকে কেন্দ্র করে ওই সৌদি নাগরিকের সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সৌদি নাগরিক গাড়িতে থাকা ধারালো চাকু দিয়ে নাসিরের গলায় কোপ দেয়।

সঙ্গে সঙ্গে নাসির মাটিতে লুটিয়ে ছটফট করতে থাকেন। এ ঘটনা দেখে অনেক প্রবাসী এগিয়ে এলেও কেউ নাসিরকে উদ্ধার করেনি এবং ঘাতক সৌদি নাগরিক পালিয়েও যাননি।

এরপর প্রবাসীরা ৯৯৯ পুলিশকে ফোন দিলে তারা দ্রুত ঘটনা স্থলে পৌঁছে নাসিরের মৃতদেহ উদ্ধার করে। সেখান থেকে সৌদি পুলিশ ঘাতক সৌদি নাগরিককে আটক করেছে।

নাসিরের মৃত্যুর সংবাদ গ্রামের বাড়ি পৌঁছলে পরিবার ও আত্মীয়স্বজন সবাই কান্নায় ভেঙে পড়েন। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেয়ে এসেছে।

নিহত নাসিরের স্ত্রী শিমা আক্তার বলেন, আমার দুটি সন্তান রয়েছে। যে আমার স্বামীকে হত্যা করেছে, আমি সেই সৌদি নাগরিকের ফাঁসি চাই। সরকারের কাছে দাবি জানাই, আমার স্বামীর লাশ যেন সন্তানেরা দেখতে পায়। দ্রুত লাশ যেন বাংলাদেশে আনার ব্যবস্থা করা হয়।

মন্তব্য করুন