বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

বিমানের টিকিটের দাম কমানোর দাবি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
  ০৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:২১
ছবি- সংগৃহীত

প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে সোচ্চার ভূমিকার লক্ষ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টার আহ্বান জানিয়েছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে।

বাংলাদেশের অর্থনীতিতে মূখ্য ভূমিকা পালনকারী প্রবাসীদের বিভিন্ন দাবি-দাওয়া আদায়ে সোচ্চার হওয়ার লক্ষ্যে বিলেতের প্রতিটি রিজিওনে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র সদস্য সংগ্রহ অভিযানের অংশ হিসেবে সাউথ ইস্ট রিজিওন ইস্ট লন্ডন ব্রাঞ্চের সদস্য সংগ্রহ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

গত ৮ ই সেপ্টেম্বর ইস্ট লন্ডনের উডহ্যাম কমিউনিটি সেন্টারে সাউথ ইস্ট রিজিওনের কো-কনভেনর বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেনের সভাপতিত্বে এবং সিনিয়র জয়েন্ট কনভেনর বিশিষ্ট সংগঠক মো. তাজুল ইসলামের পরিচালনায় একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন গ্রেটার সিলেটের প্যাট্রন ও কমিউনিটি ব্যক্তিত্ব কে এম আবু তাহের চৌধুরী, গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র কেন্দ্রীয় কনভেনর বিশিষ্ট সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর ও সদস্য সচিব বিশিষ্ট শিক্ষাবিদ ড. এম মুজিবুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, সাউথ ইস্ট রিজিওনের জয়েন্ট কনভেনর, শিপার রেজাউল করিম, কদর উদ্দিন, সাদিক আহমদ, সৈয়দ করিম সায়েম, আব্দুল বাসিত রফি, খান জামাল নুরুল ইসলাম, গিয়াস উদ্দিন, আজম আলী, জাহাঙ্গীর হোসেন, আব্দুল কাদির রাজু, মো. আফজাল আহমদ, মো. আলাল আহমদ, জয়নুল হোসেন, জুবায়ের আহমদ, জয়নুল হোসেন, আব্দুল আহাদ, কামরুজ্জামান ও আব্দুল মালিকসহ প্রমুখ নেতৃবৃন্দ।

সভায় সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরকে নামমাত্র আন্তর্জাতিক না রেখে পূর্ণাঙ্গ লজিস্টিক ও অপারেশনাল ফ্যাসিলিটি প্রদানের মাধ্যমে সকল আন্তর্জাতিক ফ্লাইট উঠা-নামার ত্বরিৎ ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

বিমানের টিকেটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির সিন্ডিকেটের দৌরাত্ম বন্ধ, বিমানের নৈরাজ্য, অনলাইন টিকেট জটিলতা নিরসনে কার্যকর উদ্যোগ গ্রহণ এবং প্রবাসীদের সহায়-সম্পত্তি ও জানমালের নিরাপত্তা বিধানসহ, সকল প্রকার হয়রানি বন্ধের জোর দাবি জানানো হয়।

বাংলাদেশের অর্থনীতির প্রাণশক্তি রেমিট্যান্সযোদ্ধা হিসেবে প্রবাসীদের অবদানকে যথাযথ বিবেচনায় রেখে বিভিন্ন সেক্টরে প্রবাসীদের অংশগ্রহণকে সাংবিধানিকভাবে যুক্ত করার আহবান জানানো হয়।

তারা জানান, অনলাইন অথবা প্রিন্ট সদস্য ফর্ম পূর্ণ করে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে'র সাধারণ সদস্য হওয়া যাবে।

মন্তব্য করুন