বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

দক্ষিণ আফ্রিকায় প্রবাসী নারী উদ্যোক্তাদের পিঠা উৎসব ও বস্ত্র মেলা

ফারুক আস্তানা
  ১৬ আগস্ট ২০২৪, ১২:২১
ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাসরত বাংলাদেশি নারী উদ্যোক্তা ফোরামের উদ্যোগে ‘নতুন ধানে, নতুন প্রাণে, চলো মাতি পিঠার ঘ্রাণে’ স্লোগানে শীতকালীন পিঠা উৎসব ও বস্ত্রমেলা ২০২৪ অনুষ্ঠিত হতে হয়েছে। 

১১ আগস্ট (রোববার) কেপটাউন রাইল্যান্ডের প্রাইমারি স্কুল মাঠে এই শীতকালীন পিঠা ও বস্ত্রমেলা ও  সাংস্কৃতিক  অনুষ্ঠানের আয়োজন করা  হয়। সকাল এগারোটা শুরু হয়ে রাত আটটায় শেষ হয় দেশীয় প্রাণের মেলা।

মেলায় দেশীয় শীত কালিন পিঠা পুরি, মিষ্টি,  চটপটি, পারফিউম, কসমেটিকস, দেশি গয়না ও পোশাক নিয়ে চলিশটি স্টল সাজিয়ে বসেন বাংলাদেশি নারী উদ্যোক্তা ও বাংলাদেশি বিভিন্ন প্রতিষ্ঠান। এতে শিশু নারী ও কর্মজীবি প্রবাসীরা পরিবার ও বন্ধুবান্ধব সঙ্গে নিয়ে মেলা উপভোগ করেন। দক্ষিণ আফ্রিকায় বসবাস করা শিশু কিশোর শিক্ষার্থীরা মেলায় বিভিন্ন বাংলাদেশি খাদ্য পণ্য ও পোশাক নিয়ে পরিচিত হতে পেরে আনন্দ প্রকাশ করে। এছাড়া বিভিন্ন বয়সের নারী-পুরুষেরা মেলায় উপস্থিত হয়ে উপভোগ করেন।

মেলার প্রধান আকর্ষণ শীতকালীন দেশীয় পিঠা ও বস্ত্রমেলা এবং বিকেলের জনপ্রিয় গান পরিবেশন করা হয় । এসময় ৪০টি স্টল সব গুলোতে মানুষ ভীড় করেন। এতে স্টল সাজিয়ে বসা প্রতিষ্ঠান মালিকেরা বেচাকেনায় সন্তুষ্ট হন।

 তারা এবারের অভিজ্ঞতা থেকে সামনে আরও বড় পরিসরে আয়োজন হবে বলে আশা প্রকাশ করেন।  মেলায়  লটারির মাধ্যমে তিনটি স্টলকে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কার। উপস্থিত ব্যক্তিদের মধ্য থেকে লটারির মাধ্যমে ১০ জন ব্যাক্তিকে লটারির মাধ্যমে পুরস্কৃত করা হয়।

বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামের সমন্বয়ক লিমু মোস্তফা ও  ডলি রহমান মেলা উপস্থিতি  নিয়ে সন্তুষ্ট প্রকাশ করেন। দক্ষিণ আফ্রিকার কেপটাউনে বসবাসরত প্রবাসীদের শীতকালীন পিঠা উৎসব ও বস্ত্রমেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবার নিয়ে অংশগ্রহণ করায় প্রবাসীতের কৃতজ্ঞতা জানান। বাংলাদেশ নারী উদ্যোক্তা ফোরামের সদস্য নিতু খান,হামিদা ইয়াসমিন রত্না, সিমকি খান,নুসরাত ইয়াসমিন, মাসুমা আক্তার, সাফিকা রিয়া প্রমুখ মেলায় যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন তারা।

মন্তব্য করুন