বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

লন্ডনে ছাত্রলীগ ও যুবলীগের উপরে কোটা বিরোধীদের হামলা

আজিজুল আম্বিয়া,লন্ডন থেকে
  ১৯ জুলাই ২০২৪, ২০:১৩

বাংলাদেশের চলমান কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত ছাত্র সমাজের সাথে একাত্মতা জানিয়ে লন্ডনে বসবাসরত ছাত্রছাত্রী ও সাধারণ বাংলাদেশিরা ১৮ জুলাই বৃহস্পতিবার আলতাফ আলী পার্কে এক সমাবেশের আয়োজন করেন।

মূলত ছাত্রছাত্রীদের সমাবেশ  হলেও এখানে অংশ নেয় বিএনপি ও তার অঙ্গসংগঠন এবং সাথে যোগ দেয় জামাত শিবির কয়েক শত কর্মীও সমর্থক । এসময় খবর আসে আলতাফ আলী পার্কের পাশে মাইক্রো বিজনেস সেন্টারে সমাবেশ করছে ছাত্রলীগ ও যুবলীগের নেতা কর্মীরা। সেখানে গিয়ে আক্রমণ চালায় কোটা বিরোধীরা এবং ভিতর থেকেও পালটা আক্রমণ চালায় যুবলীগ ও ছাত্রলীগ। পরে মুহূর্ত রূপ নেয় রণক্ষেত্রে।


পরে পুলিশ আসে সেখানে এমনকি  আইন শৃঙ্খলা বাহিনীর বিমান ও আকাশে উড়তে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় পুলিশকে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে । কয়েকজনকে পুলিশ সেখান থেকে  গ্রেফতার ও করে। 

বিদেশের মাটিতে এ ধরনের অরাজকতা বাঙালীদের মান সম্মানকে দলিত করবে বলে অনেকে মনে করছেন। এর পূর্বে আলতাফ আলী পার্ক ছিল যেন বাংলাদেশের যে কোন এক বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস । ব্যানার ,ফেস্টুন হাতে  প্রতিবাদ মুখর ছিল  আন্দোলনকারীরা । 

জানা যায়,পরিস্থিতি বিবেচনা করে এই পার্কে যুবলীগ এর পূর্ব নির্ধারিত সভা বাতিল করে কিন্তু তারপরও সহিংসতা এড়ানো সম্ভব হয়নি । সংবাদ লেখা পর্যন্ত এলাকাতে থমথমে অবস্থা বিরাজ  করছে।

মন্তব্য করুন