বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১

রাষ্ট্রপতির সঙ্গে এনআরবি ওয়ার্ল্ড  প্রতিনিধি দলের সাক্ষাৎ 

আজিজুল আম্বিয়া ,লন্ডন থেকে
  ০৮ জুলাই ২০২৪, ১০:৪৭

বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সাথে প্রবাসী  বাংলাদেশীদের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এনআরবি ওয়ার্ল্ড -এর প্রতিনিধি দলের সঙ্গে  ৭ জুলাই দুপুরে এক সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সংগঠনের সভাপতি মুহাম্মদ সাহিদুজ্জামানের নেতৃত্বে ১২ সদস্যের একটি প্রতিনিধি দল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করে। এই সংগঠনের লক্ষ্যসমূহ ,উদ্দেশ্যাবলী, পরিকল্পনা এবং কর্মকাণ্ড সম্পর্কে বিস্তারিত ধারণা দেন  তারা। এ সময়ে এনআরবি ওয়ার্ল্ড এর প্রকাশনা বিজনেস আমেরিকা ম্যাগাজিন উপহার হিসেবে   রাষ্ট্রপতি হাতে তুলে দেন। এই ম্যাগাজিনে বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের সফলতার কথা পাশাপাশি বাংলাদেশের পেশাজীবী ও ব্যবসায়ীদের সফলতার কথা  রয়েছে। নেতৃবৃন্দরা জানান, এই সংগঠনটি প্রতিষ্ঠার শুরু থেকেই একই সঙ্গে প্রবাসে বসবাসরত মেধাবী পেশাজীবী এবং উদ্যোক্তাদের দেশের উন্নয়নের যুক্ত করতেও তারা কাজ করেছেন ।

দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন করে আসছে এই সংগঠনটি । তারা আরো  অবহিত করেন,  ইতিমধ্যে ৫০ টিরও বেশি দেশের প্রায় কয়েক হাজার প্রবাসী এনআরবি ওয়ার্ল্ড এর সদস্য হয়েছেন। রাষ্ট্রপতি এই প্রতিনিধি দলের উদ্দেশ্য ও প্রচেষ্টার জন্য সাধুবাদ জানিয়ে দেশের উন্নয়নে আরো বেশি ভূমিকা রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান। সেই সময়ে এনআরবি  ওয়ার্ল্ড  এর প্রতিনিধিদের পক্ষ থেকে আসন্ন ২৭ থেকে ২৯ ডিসেম্বর ২০২৪ এ সিঙ্গাপুরে অনুষ্ঠিত এনআরবি ওয়ার্ল্ড সাবমিট ২০২৪ এ রাষ্ট্রপতিকে প্রদান অতিথি হিসেবে উপস্থিত থেকে দেশের উন্নয়নে অবদান রাখার জন্য প্রবাসীদের মূল্যবান গাইডলাইন দেওয়ার  জন্য আমন্ত্রণ জানানো হয় ।

এনআরবি ওয়ার্ল্ডের প্রতিনিধি দলে অংশগ্রহণ করেন, ইকবাল আহমদ ওবিইডিবিএ  উপদেষ্টা এনআরবি ওয়ার্ল্ড,আজিজ আহমেদ উপদেষ্টা এনআরবি ওয়ার্ল্ড,এম মুরাদ ইউসুফ সিআইপি ,সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এনআরবি ওয়ার্ল্ড ,অলি খান  এমবিই এফআরএসএ ভাইস প্রেসিডেন্ট এনআরবি ওয়ার্ড, মোহাম্মদ আইয়ুব আলী, মহাসচিব এনআরবি ওয়ার্ল্ড, লায়ন এমকে বাশার  পিএমজেএফ, চেয়ারম্যান এনআরবি ওয়ার্ল্ড সাপোর্ট ফোরাম,রুদমীলা  নওশীন,কোষাধ্যক্ষ এনআরবি  ওয়াল্ড, নুরুল আজিম যুগ্ন মহাসচিব এনআরবি ওয়ার্ড, এম আর আমানুল  ইসলাম (আমান ) ভাইস প্রেসিডেন্ট এনআরবি ওয়ার্ল্ড , কাওসার জামাল যুগ্ম মহাসচিব এনআরবি ওয়াল্ড, এনামুল হক এনাম প্রতিষ্ঠাতা এনআরবি  ওয়ার্ল্ড, প্রমুখ।

নেতৃবৃন্দরা প্রবাস থেকে দেশের সাথে কাজ করতে গিয়ে অসহযোগিতা ও হয়রানির কথা তুলে ধরেন রাষ্ট্রপতির কাছে। রাষ্ট্রপতি তাদের কথা শুনে এই কাজে সহযোগিতার আশ্বাস দেন। 

 

মন্তব্য করুন