বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২

জার্মানির ফ্রাঙ্কফুর্টে প্রবাসীদের বই মেলা ও সংবর্ধনা অনুষ্ঠান

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি থেকে
  ৩০ মে ২০২৪, ২০:২৮

জার্মানির ফ্রাঙ্কফুর্টে নিস্বন সাহিত্য ও সাংস্কৃতিক ফোরাম এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বইমেলা ও সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ফ্রাঙ্কফুর্টের স্থানীয় একটি হলে অনাড়ম্বর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জার্মানির বিভিন্ন শহরে বসবাসকারী বইপ্রেমি প্রবাসী বাংলাদেশিরা। 

অনুষ্ঠানের প্রধান আয়োজক ছিলেন জার্মানি প্রবাসী কবি ও গীতিকার শাহীন হাসান। 

তিন পর্বের এই অনুষ্ঠানের প্রথম পর্বে কবি শাহীন হাসান রচিত একাধিক বইয়ের মোড়ক উন্মোচন করা হয়। এছাড়াও জার্মানি প্রবাসী চিকিৎসা পর্দাথবিদ প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া উপর রচিত 'ব্রিজ বিলডার' এবং 'অনুরাগীদের স্মৃতিকথায় অধ্যাপক জাকারিয়া, বাংলাদেশ মেডিকেল ফিজিক্সের পথিকৃৎ'- বই সহ আরও বেশ কয়েকজন প্রবাসীর লেখা বই প্রদর্শন করা হয়। দ্বিতীয় পর্বে জার্মানির সর্বোচ্চ বেসামরিক খেতাব ‘ফেডারেল ক্রস অব মেরিট’ পুরষ্কার জয়ী চিকিৎসা পদার্থবিদ প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে বক্তব্য রাখেন চিকিৎসা পর্দাথবিদ প্রফেসর ড. গোলাম আবু জাকারিয়া, কবি ও সমালোচক ড. প্রভু মজুমদার, আনিস হক, ফিল্মি মেকার শাহীন দিল রিয়াজ সহ অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আয়োজক কবি শাহীন হাসান। অনুষ্ঠানটি যৌথভাবে উপস্থাপনা করেন সাংবাদিক ফাতেমা রহমান রুমা ও রাকিব উল্লাহ্।

অনুষ্ঠানের তৃতীয় পর্বে, সাংস্কৃতিক সন্ধ্যার শুরুতেই জাতীয় কবি কাজী নজরুল ইসলাম রচিত কবিতা আবৃতি করেন হাফিজুর রহমান আলম। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান পরিবেশন করেন জার্মানি প্রবাসী শিল্পী তাহমিনা ফেরদৌসী। এছাড়াও অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান, আবৃতি সহ পবিভিন্ন পরিবেশনায় অংশ নেন রিয়েল আনোয়ার, বাবুল তালুকদার, দেলোয়ার জাহিদ বিপ্লব, দেবাশীষ বাগচী, অভিজিত বিশ্বাস, নিম্মি কাদের, রঞ্জু সরকার, অখিল শর্মা সহ অনেকে। 

মন্তব্য করুন