শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

জার্মানির ডার্মস্টাটে ঈদ আনন্দ মেলা

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি
  ১৬ এপ্রিল ২০২৪, ১০:৪১
জার্মানি ঈদ আনন্দ মেলা

জার্মানির ডার্মস্টাট শহরে প্রবাসী বাংলাদেশিদের  ঈদ আনন্দ মেলা ও বাংলা বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠনের উদ্যোগে এ আয়োজন করা হয়।

১৪ এপ্রিল (রোববার) বাংলা নতুন বছরের প্রথম দিনে এই অনুষ্ঠান প্রবাসী বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। এ প্রবাসে এক টুকরো বাংলাদেশ। ঈদের পর এবং বাংলা নতুন বছরের প্রথম দিনে সবাই মিলে একত্রিত হতে পেরে আনন্দিত ছিলেন অংশগ্রহণকারী বাংলাদেশিরা। এক দিকে ঈদের আনন্দ, অন্য দিকে বাংলা নববর্ষ বরন,সব কিছু মিলে পুরো অনুষ্ঠানটি হয়ে উঠেছিল ছোট্র একটি বাংলাদেশ।

বর্ণাঢ্য এই আয়োজনের সার্বিক তত্ত্বাবধায়নে ছিলেন জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠনের সভাপতি তাহের মোহাম্মদ,সহসভাপতি তাসলিম ইসলাম, সহসভাপতি ফারুক রহমান,সাধারন সম্পাদক আবদুস সাত্তার,কোষাধ্যক্ষ শওকত মুরাদ, রেজা হক সিজার,শওকত মজুমদার, ফাইজুর রহমান,আব্দুর রাহিম কাউসার,নুর আলম বেলাল,শেখ মনির উদ্দিন,ফারহাদ ভুঁইয়া, সামিউল হক, শেখ মাহবুব, আরেফিন সবুজ, শেখ মাহবুব ওয়াজেদ,নাইম ইসলাম,এনামুল, রুবেল,শুপনসহ সংগঠনের সদস্যরা। 

অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল শিশু কিশোরদের অংশগ্রহণ এবং তাদের বিভিন্ন পরিবেশনা। শিশু কিশোরদের চেয়ার খেলা এবং ছোট শিশুদের প্রতিযোগিতা অনুষ্ঠানকে আরও প্রানবন্ত  আকর্ষণীয় করে তুলে। এছাড়া অনুষ্ঠানে জুড়ে ছিল বাংলাদেশি খাবারের ব্যাপক আয়োজন। গান, কবিতা আবৃত্তি, নাচ এবং খোশ গল্প আর আড্ডা নিয়ে দিনভর মেতে ছিলেন প্রবাসী বাংলাদেশিরা। 

প্রবাসের কর্মব্যস্ত জীবনের একঘেয়েমি কাটিয়ে আনন্দ আর উল্লাসে মেতেছিলেন উপস্থিতিরা।
 অনুষ্ঠানে সবার জন্য উন্মুক্ত লটারি খেলার আয়োজন ছিল। শেষ দিকে বিভিন্ন খেলাধুলা এবং লটারি বিজয়িদেরকে পুরষ্কার প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দরা।  

উল্লেখ্য, জার্মান বাংলাদেশ কালচারাল সংগঠন জার্মান সরকার অনুমোদিত প্রবাসী বাংলাদেশিদের একটি সংগঠন। কমিউনিটির উন্নয়নে এই সংগঠনের মাধ্যমে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করা হয়। তাছাড়া ঈদের দিন এই সংগঠনের উদ্যোগে ডার্মস্টাট শহরে ঈদের জামাতের আয়োজন করা হয়েছিল । 

মন্তব্য করুন