উত্তর আফ্রিকার দেশ টিউনিশিয়ায় অনিয়মিত অভিবাসী হিসাবে আটকেপড়া ২১ বাংলাদেশি দেশে ফিরেছেন৷ শুক্রবার তারা ঢাকায় পৌঁছেছেন বলে জানা গেছে৷
লিবিয়ার রাজধানী ত্রিপোলির বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর সহযোগিতায় বুধবার (২৩ এপ্রিল) এসব বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে৷
এদিন, টিউনিশিয়ার রাজধানী টিউনিশের টিউনিশ-কার্তাজ বিমানবন্দরে বাংলাদেশিদের বিদায় জানান দূতাবাসের মিনিস্টার (শ্রম) গাজী মো. আসাদুজ্জামান কবির৷
লিবিয়ার ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাসের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন৷
তিনি জানিয়েছেন, এসব বাংলাদেশি নাগরিক বিভিন্ন কারণে টিউনিশিয়ার কয়েকটি শহরে আটকে পড়েছিলেন৷ দূতাবাসের পক্ষ থেকে প্রয়োজনীয় যাচাই-বাছাই সম্পন্ন করার পর তাদের জন্য ট্রাভেল পারমিট (আউটপাস) ইস্যু করা হয়৷ তাদের দেশে ফেরত পাঠানোর ক্ষেত্রে সহযোগিতা দিয়েছে আইওএম৷
ফেরার অপেক্ষায় আরো ১২ বাংলাদেশি
ত্রিপোলিতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, টিউনিশিয়ার বিভিন্ন শহরে আটকে পড়া ৩২ জন বাংলাদেশির পরিচয় নিশ্চিত করে তাদের নামে ট্রাভেল পারমিট ইস্যু করা করা হয়েছে৷ সেগুলো টিউনিশিয়ার আইওএম কার্যালয়ে দেয়া হয়েছে৷
এই ৩২ জনের মধ্যে ২১ জনকে দেশে ফেরত পাঠানো হয়েছে৷ অবশিষ্টদের দ্রুত সময়ের মধ্যে দেশে ফেরত পাঠানোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দূতাবাস৷ এছাড়াও ২২ এপ্রিল দেশটির জানবুদা শহরে আটক দুই বাংলাদেশিকে স্থানীয় আদালতে হাজির করা হয়৷ সেখানে তাদের প্রয়োজনীয় আইনগত সহায়তা দিয়েছে দূতাবাস৷ আশা করা হচ্ছে, তারা শিগগিরই মুক্তি পাবেন৷
৩০ এপ্রিল লিবিয়া থেকে দেশে ফিরবেন ১৬৯ বাংলাদেশি
আগামী ৩০ এপ্রিল লিবিয়ার বেনগাজী থেকে দেশে ফেরত পাঠানো হবে ১৬৯ বাংলাদেশিকে৷ তাদের সবাই স্বেচ্ছায় দেশে ফিরে যেতে চান৷ তারই আলোকে আইওএম-এর সহযোগিতায় তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা নিয়েছে ত্রিপোলিতে বাংলাদেশি দূতাবাস৷ ওইদিন দেশটির বেনিনা বিমানবন্দর থেকে তাদের সবাই ঢাকার উদ্দেশে রওনা দেয়ার কথা রয়েছে৷
এক সংবাদ বিজ্ঞপ্তিতে দূতাবাস জানিয়েছে, ২৯ এপ্রিল লিবিয়ার স্থানীয় সময় সকাল ৯টায় প্রয়োজনীয় স্বাস্থ্যপরীক্ষা এবং লাগেজ জমা দেয়ার জন্য ১৬৯ বাংলাদেশিকে বেনগাজীর আইওএম কার্যালয়ে উপস্থিত থাকতে হবে৷ দেশে ফেরার সময় একজন বাংলাদেশি সর্বোচ্চ ২০ কেজি ওজনের একটি ব্যাগ এবং সর্বোচ্চ সাত কেজি পর্যন্ত হ্যান্ডব্যাগ বহন করতে পারবেন৷ প্রত্যেক যাত্রী একটি ফোন সঙ্গে নিতে পারবেন৷
ফ্লাইটের দিন অর্থাৎ ৩০ এপ্রিল সবাইকে চেক-ইন এর জন্য স্থানীয় সময় সকাল ৭টার মধ্যে বেনগাজির আইওএম অফিসে থাকতে বলা হয়েছে৷
যেকোনো তথ্য বা সহযোগিতার জন্য লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের +২১৮৯১৬৯৯৪২০৭ এবং +২১৮৯১৬৯৯৪২০২ এই নম্বরে যোগাযোগের পরামর্শ দেয়া হয়েছে৷
মন্তব্য করুন