শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

যুক্তরাজ্যে বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিলের তৃতীয় সম্মেলন অনুষ্ঠিত

আজিজুল আম্বিয়া, লন্ডন প্রতিনিধি
  ২১ এপ্রিল ২০২৫, ০০:১০

বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্যের তৃতীয় সম্মেলন অনলাইনে অনুষ্ঠিত হয়েছে গত ১৮ এপ্রিল। সম্মেলনে সংগঠনের বিগত কার্যক্রমের রিপোর্ট উপস্থাপন, অভিবাসী শ্রমজীবী মানুষের বর্তমান পরিস্থিতি নিয়ে বিশ্লেষণ, এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

সম্মেলনে আলোচনায় উঠে আসে যুক্তরাজ্যে বাংলাদেশী অভিবাসীদের বৈধতার সমস্যা, কর্মক্ষেত্রে বর্ণবাদের মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা এবং ট্রেড ইউনিয়ন আন্দোলনে অংশগ্রহণের সীমাবদ্ধতা। এসব সমস্যা মোকাবেলায় সংগঠনকে আরও সক্রিয় ও প্রভাবশালী করে তুলতে একগুচ্ছ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উল্লেখ্য, বাংলাদেশ ও আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের প্রতি একাত্মতা প্রকাশ এবং যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী শ্রমজীবী মানুষের অধিকার রক্ষায় ‘বাংলাদেশী ওয়ার্কার্স কাউন্সিল, যুক্তরাজ্য’ গঠিত হয় ২০১৬ সালের ১৫ মার্চ।

এবারের সম্মেলনে সর্বসম্মতিক্রমে নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। হারুনুর রশিদ সভাপতি, শাহরিয়ার বিন আলী সাধারণ সম্পাদক এবং হুমায়ুন খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

২৭ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হলেন—
সহ-সভাপতি: জাহানারা রহমান জলি, ওয়ালি রহমান, মোস্তফা ফারুক, আখতার সোবহান খান মাসরুর, সেলিনা শফি
সহ-সাধারণ সম্পাদক: মুশফিকুর নূর, অসীমা দে
অর্থ সম্পাদক: মাহমুদ রিয়াদ
প্রচার ও প্রকাশনা সম্পাদক: জয়দীপ রায়
সাংস্কৃতিক সম্পাদক: রবিউল হক লেনিন
দপ্তর সম্পাদক: হামিদা ইদ্রিস
কার্যনির্বাহী সদস্য: রফিকুল হাসান খান জিন্নাহ, আবেদ আলী আবিদ, নিসার আহমেদ, আমিনুর রহমান খান, শামসুল আলম খান শাহিন, স্বরূপ চৌধুরী শিবু, আমজাদ খান, মনজুর রহমান নওশাদ, সাইফুল ইসলাম খান।

সম্মেলনে জানানো হয়, সংগঠনের পরবর্তী কর্মসূচি হিসেবে আগামী ৩ মে, শনিবার, পূর্ব লন্ডনের কবি নজরুল সেন্টারে বিশ্ব শ্রমিক দিবস উপলক্ষে এক আলোচনা সভা এবং প্রতিবাদী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আয়োজকরা প্রবাসী শ্রমিকদের বৃহত্তর ঐক্য গড়ে তুলতে এবং অধিকার আদায়ের আন্দোলনকে আরও গতিশীল করতে সকলের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

মন্তব্য করুন