শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

রিয়াদে নরসিংদী জেলা জাতীয়তাবাদী পরিষদের উদ্যোগে সংবর্ধনা

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
  ১৪ এপ্রিল ২০২৫, ১৮:০৮

রিয়াদে নরসিংদী জেলা জাতীয়তাবাদী পরিষদের উদ্যোগে বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা সৌদি আরব রিয়াদে আগমন উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা। নরসিংদী জেলা বিএনপির সভাপতি পনির হোসেনের সভাপতিত্বে মাইনুল ও সুজনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন নরসিংদী জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী, সহ-সভাপতি এইচ এম নুরুল হক নুরু, পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মো. শামীম, নরসিংদী জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মমিন সরকারসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন জেলার বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব, নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য খাইরুল কবির খোকন এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানাকে প্রবাসী নরসিংদী জেলা বিএনপি সহ বিভিন্ন জেলার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন এনামুল হক মোল্লা ও আব্দুর রহমান আকাশ সহ নরসিংদী জেলা বিএনপির নেতা কর্মীরা।

বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ওপরে যে জুলুম অত্যাচার নির্যাতন হয়েছে তা পৃথিবীতে কোনো রাজনৈতিক দলের ওপরে এমন হয়েছে কিনা জানা নেই, রাজনৈতিক করার অপরাধে গুম, খুন, হত্যা নির্যাতন জেল জুলুম প্রতিটি নেতাকর্মীর ছিল নিত্যসঙ্গী।

অবশেষে জুলুমবাজ সরকার, স্বৈরাচার সরকার শেখ হাসিনার হাত থেকে দেশের গণতন্ত্রকে রক্ষা করতে ঐক্যবদ্ধ রাজনৈতিক দল, দেশের আপমর জনসাধারণ, ছাত্র-জনতার বৈষমবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে শেখ হাসিনাকে পালিয়ে যেতে হয়েছে। 

মন্তব্য করুন