শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিএনপির ঈদ পুনর্মিলনী

হাবিবুল্লাহ আল বাহার, জার্মানি
  ০৯ এপ্রিল ২০২৫, ১০:৫৭
জার্মানি বিএনপির ঈদ পুনর্মিলী

জার্মানির ফ্রাঙ্কফুর্টে বিএনপির তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মহান মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ এপ্রিল) ফ্রাঙ্কফুর্টের একটি অডিটোরিয়ামের এই অনুষ্ঠানে জার্মানির বিভিন্ন প্রদেশ থেকে বিএনপির বিপুলসংখ্যক নেতাকর্মীরা অংশ গ্রহণ করেন। আলোচনা সভায় বিএনপির নেতারা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমানসহ স্বাধীনতা যুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হেসেন বিএনপির সাবেক সভাপতি নুরউদ্দিন মিঠু মিঞ্জু এবং পরিচালনা করেন বিএনপি নেতা দেলোয়ার মোল্লা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মান বিএনপির সাবেক সহ-সভাপতি আওলাদ হোসেন। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মঈন উদ্দিন, ফয়সাল আহমেদ, বাডেনবুটেমবারগ বিএনপির সাবেক সভাপতি তরিকুল ইসলাম মুক্তি,মিউনিখ বিএনপি নেতা জালাল উদ্দিন,দেলোওয়ার হোসেন ফারুক, সাইফুর রহমান চৌধুরি, জাহিদ হোসেন,কামাল ভূঁইয়া,পশ্চিম জার্মান সেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান ভুঁইয়া ও সদস্য সচিব রেদওয়ান,সাইদুর রহমান মিঠু, কালাম চৌধুরী,এমদাদ হোসেন, ইকবাল হোসেন, তোবারক হোসেন তপন, নজরুল ইসলাম,হাফেজ শাহীন প্রমুখ। 

আলোচনা সভার শুরুতে মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের এবং শহীদ প্রেসিডেন্ট জিয়ার আত্মার মাগফেরাত কামনা ও বেগম খালেদা জিয়া সুস্থতা কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মুফতি মোস্তফিজ। 

আলোচনা সভায় বিএনপি নেতারা দেশে এবং প্রবাসে অবস্থানরত বিএনপির সকল নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে ভুমিকা রাখার আহ্বান জানান। এছাড়াও জার্মান বিএনপির নেতাকর্মীরা দলকে শক্তিশালী করার লক্ষ্যে তৃণমূলের নেতাকর্মীদের মতামতের মূল্যায়ন এবং সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

মন্তব্য করুন