৫ আগস্টের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর সৌদি আরবে আনন্দ অনুষ্ঠান আয়োজন করায় প্রবাসী বাংলাদেশিদের ১২ জনকে আটক করছিলো দেশটির পুলিশ।
আটকের সাত মাস পর বন্দিদের মুক্তি দিলো সৌদি সরকার। তাদের মধ্যে ১০ জন ৪ এপ্রিল (শুক্রবার) দেশে ফিরেছেন এবং বাকী ২ জন আগামী সপ্তাহে দেশে ফিরবেন বলে জানা গেছে।
প্রবাসীদের পরিবার সূত্রে জানা গেছে, ৪ এপ্রিল রাত দেড়টার দিকে সৌদি এয়ার লাইন্সের একটি প্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে এসে পৌঁছেন তারা। সেখানে স্বজনদের পাশাপাশি তাদের স্বাগত জানান, জাতীয় জনতা ফোরাম, জাতীয় মানবাধিকার সমিতি ও জাতীয় বিপ্লবী পরিষদ নামক তিনটি সংগঠনের প্রতিনিধিরা।
দেশে ফেরত প্রবাসীরা বলেন, সরকার সহ সকলের সহযোগিতায় অনিশ্চিত পরিস্থিতি থেকে মুক্ত হয়েছেন তারা। সৌদিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কাছ থেকে যোগাযোগের ঘাটতি ছিলো বলে অভিযোগ করে সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা চান তারা।
তারা বাংলাদেশের একটি বেসরকারি টিভি চ্যনেলকে দেয়া বক্তব্যে বলেন, "দূতাবাস থেকে আমরা কোন সহযোগিতা পাই নাই। আমাদের মতো বহু প্রবাসী আটকা আছে।"
তারা আরো বলেন, "বাংলাদেশ সরকারের কাছে বিনীত অনুরোধ, আমরা এই ৮টি মাস অনেক ক্ষতিগ্রস্থের মধ্য দিয়ে আছি। বাংলাদেশ সরকার যদি আমাদের সহযোগিতা করে, তাহলে আমরা কর্মস্থলে ফিরে যেতে চাই।"
এর আগে গত ১৫ মার্চ জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে সৌদি আরবে আটক ১২ প্রবাসীর মুক্তির দাবি জানায় ভুক্তভোগি পরিবারগুলো। এছাড়াও মানববন্ধন ও প্রধান উপদেষ্টাসহ একাধিক মন্ত্রণালয়ে স্মারক লিপিও প্রদান করেন তারা। আর এতে সার্বিকভাবে সহযোগিতা করে জাতীয় জনতা ফোরাম, জাতীয় মানবাধিকার সমিতি ও জাতীয় বিপ্লবী পরিষদ।
প্রধান উপদেষ্টাকে স্মারক লিপি প্রদানের পর সরকারের সংশ্লিষ্ট দফতর থেকে জানানো হয়, তাদের মুক্তির বিষয়টি জরুরী ভিত্তিতে সরকারের পক্ষ থেকে গুরুত্বসহকারে তদারকি করা হবে। পরে পবিত্র ঈদুল ফিতরের ২ দিন আগে সরকারের পক্ষ থেকে জানানো হয়, তাদের মুক্তির জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং খুব শীঘ্রই মুক্তি পাবেন।
ভিক্টিম পরিবারের সদস্য মো. আহসান উল্লাহ এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসা, জাতীয় জনতা ফোরামের সভাপতি মোহাম্মদ অলিদ বিন সিদ্দিকী তালুকদার আজ (৩ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে বলেন, পবিত্র রমজান মাসে তাদের সকলের ঈদের আগে মুক্তি দাবি করেছিলাম। আল্লাহর অশেষ মেহেরবানিতে সকলে মুক্তি পেয়েছেন। তারা প্রধান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
মন্তব্য করুন