বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

রিয়াদে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী

মো. জাহাঙ্গীর আলম হৃদয়, সৌদি আরব
  ০১ এপ্রিল ২০২৫, ১৮:৫৫
ছবি-সংগৃহীত

রিয়াদে নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী ডায়না সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের সৌদি আরব টিমের সমন্বয়ক লোকমান বিন নূর হাসেমের সভাপতিত্বে ঈদ পুনমিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কো ভলান্টিয়ার হাজ্বী ফরিদ হোসাইন, আব্দুল কাদের, কান্ট্রি এম্বাসেডর মেহেদী হাসান, আলী মর্তুজা, মিঠু সিকদার, মোহাম্মদ স্বপন মিয়া, সৌদি আরব বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি রোটারিয়ান মো. জাহাঙ্গীর আলম হৃদয়সহ নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশনের বিপুল সংখ্যক তরুণ ব্যবসায়ী উদ্যোক্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নিজের বলার মতো একটি গল্প ফাউন্ডেশন হাতে কলমে উদ্যোক্তা তৈরির প্রশিক্ষন দিয়ে থাকে। এই ফাউন্ডেশনের মাধ্যমে হাজার হাজার উদ্যোক্তা তৈরি হয়েছে। আমরা নিজেরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি অন্যকেও উদ্যোক্তা হতে সহযোগীতা করে থাকি।

আলোচনা ছাড়াও অনুষ্ঠানে ছিলো ঈদের গান, র‌্যাফেল ড্রো, পুরস্কার বিতরণসহ নানা আয়োজন। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন দ্বীন ইসলাম এবং মালিক মোল্লা। 

মন্তব্য করুন