শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

আনন্দমুখর পরিবেশে স্পেনে ঈদুল ফিতর উদযাপিত

সিদ্দিকুর রাহমান ,স্পেন থেকে
  ০১ এপ্রিল ২০২৫, ১০:৫৬
স্পেনে ঈদের জামাতে মুসল্লিরা

আনন্দ উৎসব আর ধর্মীয় ভাব গাম্ভীর্যে  ইউরোপের অন্যান্য দেশের মতো স্পেনেও ঈদুল ফিতর উদযাপিত হয়েছে। 
স্থানীয় সময় রোববার (৩০মার্চ) স্পেনে বসবাসরত প্রবাসী মুসলিম বাংলাদেশিরা তাদের প্রধান এ ধর্মীয় উৎসব নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেন।
রাজধানী মাদ্রিদ,পর্যটন নগরী বার্সেলোনা, কানারিয়া দ্বীপপুঞ্জের টেনেরিফসহ স্পেনের বিভিন্ন শহরে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিরা ঈদের নামাজ আদায় করে একে অপরের বাসায় গিয়ে ঈদের কুশলাদি বিনিময় করেন। ঈদের দিন রোববার হওয়ায় স্পেনে স্কুল কলেজ বন্ধ ছিল। তাই শিশু কিশোরদের মধ্যেও ছিলো ঈদের বাড়তি আনন্দ।
স্পেনের সবচেয়ে বৃহৎ মসজিদ ‘সেন্ত্র কুলতুরাল ইসলামিকো দে মাদ্রিদ’(‘এমে তেরেন্তা’) মসজিদে দেশটির বৃহত্তম ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে ৮ টায়। বাংলাদেশি অধ্যুষিত এলাকা লাভাপিয়েস সংলগ্ন ক্যাসিনো পার্কের খোলা ময়দানে বাংলাদেশি মুসলিম কমিউনিটির আয়োজনে ঈদের নামাজের ২টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৮টা ও সাড়ে ৯টায় অনুষ্ঠিত জামাত দুটিতে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি অন্যান্য দেশের অভিবাসী মুসলমানরাও অংশগ্রহণ করেন।
"বার্সেলোনা"
পর্যটন নগরী বার্সেলোনায় বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোর বাংলাদেশি পরিচালনাধীন মসজিদগুলোতেও ঈদুল ফিতরের নামাজের বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়েছে। উৎসবমুখর পরিবেশে প্রবাসী বাংলাদেশিরা নিজেদের মধ্যেই ঈদ আনন্দ ভাগাভাগি করে নিয়েছেন। স্থানীয় শাহ জালাল জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে মসজিদের অভ্যন্তরে সকাল ৮টা, ৯টা ৩০ মিনিট ও ১০টা ৩০মিনিটে এবং কাম্পো রিকার্ট মাঠে ঈদের মোট ৪টি জামাত অনুষ্ঠিত হয়েছে।
লতিফিয়া ফুলতলী জামে মসজিদে সকাল ৮ ও  ৯টা ২০ মিনিটে ২টি জামাত অনুষ্ঠিত হয়েছে। দারুল আমাল জামে মসজিদে সকাল ৮টা, ৮টা ৩০, ৮টা ৫০ ও ৯টা ১০ মিনিটে মোট ৪টি জামাত অনুষ্ঠিত হয়। বার্সেলোনা কেন্দ্রীয় জামে মসজিদ কর্তৃপক্ষের আয়োজনে সকাল ৮টা ও ১০টায় মসজিদে এবং প্লাসা টেরেন্সি মইজ খোলা ময়দানে সকাল ৮টা ৩০ ও ৯টা ১৫ মিনিটে মোট ঈদের ৪টি জামাত, নুমান বিন সাবিত জামে মসজিদে সকাল ৮টা, ৯টা ও ৯টা ৪৫ মিনিটে ৩টি এবং প্লাসা জোসেফ মারিয়া খোলা ময়দানে সকাল ৮টা ৩০ মিনিটে ঈদের ১টি জামাত অনুষ্ঠিত হয়। জামাতগুলোতে বাংলাদেশ,ভারত,পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের অভিবাসীরা নামাজ আদায় করেন।
"টেনেরিফ"
কানারিয়া দ্বীপপুঞ্জের টেনেরিফেও ঈদের একটি জামাত অনুষ্ঠিত হয়। সেখানে উল্লেখযোগ্য সংখ্যক প্রবাসী বাংলাদেশি ঈদের নামায আদায় করেন। নামাজ 
শেষে খুতবায় বিশ্বের সকল নির্যাতিত মুসলমানদের জন্য শান্তি কামনা করা হয়।

মন্তব্য করুন