ধর্মীয় ভাব গাম্বীয্যে’র মধ্য দিয়ে মুসলমানদের বৃহৎ উৎসবের মধ্যে অন্যতম পবিত্র ঈদুল ফিতর (৩০ মার্চ) রোববার আনন্দ উদ্দীপনায় রাজধানী রোমসহ বিভিন্ন স্থানে উদযাপন করা হয়েছে। প্রতি বছরের মত এবারো রোমসহ আশেপাশের এলাকায় ঈদের নামাজের একাদিক জামাত হয়। সকালে বাংলাদেশি অধ্যুষিত এলাকা তরপিনাত্তারা ভাঙা দেয়াল পার্কে প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে সকাল সাড়ে সাতটায়। সর্বশেষ জামাত স্থানীয় সময় সাড়ে দশটায় শেষ হলে প্রবাসীরা যে, যার মত করে গন্তব্যে চলে যায়।টিএমসি মুসলিম সেন্টার,এমএমসি কমিউনিটি সেন্টার,মসজিদে কুবা, তরপিনাত্তারা জামে মসজিদের আয়োজনে পরপর পাঁচটি জামাতে বিপুল সংখ্যক বাংলাদেশিসহ অন্যান্য দেশের মুসলিম নাগরিকরা নামাজ আদায় করেন। এতে এমএমসি কমিউনিটি সেন্টার মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুমায়ুন রশিদ রাজি ঈদের নামাজে ইমামতি করেন।
এছাড়াও পিয়াচ্ছা ভিত্তোরিও,লারগো প্রেনেসতে একাধিক জামাতের ব্যবস্থা করা হয়। রোববার ঈদ হওয়ায় মুসল্লিদের উপস্থিতি অনেক বেশি দেখা গেছে।
এদিকে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, এটিএম রকিবুল হক রোমের সেন্ট্রাল মসজিদে সকাল সাড়ে নয়টায় ঈদের নামাজ আদায় করেন। দূতাবাসের একজন উর্ধতন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেন। এভাবেই হাসি খুশির মধ্য দিয়ে ইতালিতে ঈদুল ফিতর উৎযাপন করেন প্রবাসী বাংলাদেশীরা। প্রতিটি জামাতে মুসল্লিদের ঢল নামে। নামাজের স্থানগুলোতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রাখা হয়। এর ফলে প্রবাসী নারীদের শতঃষ্ফুত উপস্থিতি ছিল চোখে পড়ার মত।সৌদির সাথে মিল রেখে ঈদ উদযাপনে যেমন আনন্দ তেমন উৎফুল্লতা প্রবাসী বাংলাদেশিদের মাঝে। এর কারন রোববার সরকারি ছুটির দিন ছিল। এছাড়াও সেন্তেশেল্লেসহ রোমের অন্যান্য স্থানেও ঈদের জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে শান্তি কামনায় ইতালি,বাংলাদেশ,ফিলিস্তিনিসহ সমস্ত মুসলিম উম্মার জন্য বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য করুন