শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মিশরের আকাশে‌ চাঁদ দেখা যায়নি, সোমবার ঈদুল ফিতর

আফছার হোসাইন, মিশর থেকে
  ৩০ মার্চ ২০২৫, ১১:২৫

মিশরের রাষ্ট্রীয় ফাতওয়া দফতর (দারুল ইফতা মাসরিয়্যাহ) আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে যে, মিশরের আকাশের কোথাও আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি।

দারুল ইফতা ফতোয়া কাউন্সিলের প্রধান ও মিশরের গ্রান্ড মুফতি অধ্যাপক ডঃ নজীর মোহাম্মদ আইয়াদ রাষ্টীয়ভাবে ঘোষণা করেন‌ যে, ১৪৪৬ হিজরী শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে রমাদানুল মুবারকের ৩০ টি রোজা পূর্ণ করে আগামীকাল সোমবার তথা ৩১শে মার্চ ঈদুল ফিতর উদযাপন করা হবে মিশরে।‌

মিশরীয় ফতোয়া দফতরের মুফতি অধ্যাপক ডঃ নজীর মোহাম্মদ -নজীর- আইয়াদ ঘোষণা করেন‌ যে, মিশরীয় ফাতওয়া দফতর ১৪৪৬ হিজরী শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য ২০২৫ সালের ২৯ মার্চ (শনিবার) রমজান মাসের ২৯তম দিনে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া শরীয়তী ও বৈজ্ঞানিক কমিটি দ্বারা চাঁদ দেখার চেষ্টা করা হয়। 

এই চাঁদ দেখার সঠিক ফলাফলের ভিত্তিতে আমরা শরীয়তী ভাবে নিশ্চিত হয়েছি যে, শাওয়াল মাসের চাঁদ মিশরের আকাশের কোথাও দেখা যায়নি। 

অতএব, ২০২৫ সালের ৩০ মার্চ (রবিবার) রমজান মাসের শেষ দিন হবে এবং ২০২৫ সালের ৩১ মার্চ (সোমবার) শাওয়াল মাসের প্রথম দিন ।

তিনি আরো‌ ঘোষণা করেন যে, এই শুভদিন  উপলক্ষে আমরা মিশরের মাননীয় রাষ্ট্রপতি আবদেল ফাত্তাহ আল-সিসি কে আন্তরিক শুভেচ্ছা জানাই ও‌ তার সুস্থতা  এবং মঙ্গল কামনা করি।

 আমরা মিশরীয় জনগণ এবং সকল আরব ও ইসলামিক দেশগুলোর রাষ্ট্র প্রধানদের, রাজা ও শাসকদের‌ এবং  বিশ্বের সকল মুসলমানদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আল্লাহর কাছে দোয়া করি যে, তিনি মিশর ও সবার ওপর এই বরকতময় দিনগুলি পুনরায় ফিরে আনুন, যাতে তা শান্তি, নিরাপত্তা এবং সুস্বাস্থ্য নিয়ে আসে। আল্লাহই সর্বশক্তিমান, তার সাহায্যই সর্বোত্তম।

মন্তব্য করুন