শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

মাদ্রিদে ব্যবসায়ী আবুল কাশেমের উদ্যোগে ইফতার

সিদ্দিকুর রাহমান, স্পেন থেকে
  ২৯ মার্চ ২০২৫, ১৫:২৮

মাদ্রিদ কমিউনিটির সম্মানে বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেমের সৌজন্যে ইফতার ও দুয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৭ রমজান বায়তুল মুকাররম বাংলাদেশ জামে মসজিদে বাহারি রকমের সুস্বাদু ইফতার পরিবেশ করা হয়।

উপস্থিত ছিলেন কমিউনিটির বিভিন্ন পর্যায়ের নেতারা। প্রায় সহস্রাধিক ভিন্ন ভিন্ন দেশের মুসল্লিরা এতে অংশ নেন সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বক্তব্য রাখেন আয়োজক আবুল কাশেম।

আলোচনায় অংশ নেন, মসজিদ কমিটির সভাপতি খোরশেদ আলম মজুমদার, নোয়াখালী অ্যাসোসিয়েশন ইন স্পেনের সভাপতি আবুল কাশেম মুকুল, সাধারণ সম্পাদক ডালিম ব্যাপারী রাজু প্রমুখ।


বক্তারা ইসলামের সৌন্দর্য ও সম্প্রীতি তুলে ধরতে প্রবিত্র রমজান মাসে এ রকম আয়োজন তাৎপর্যপূর্ণ বলে মনে করেন এবং এ রকম আয়োজন যেন অব্যাহত থাকে সেই প্রত্যাশা করেন। মাহফিলে মোনাজাত করেন শেখ আলী।

ব্যবসায়ী আবুল কাশেম বলেন, সিয়াম সাধনার মাস রমজানে ইফতার মাহফিল মানুষের সম্প্রীতি, আত্মার বন্ধন এবং ধর্মীয় মূল্যবোধ জাগ্রত করে। তিনি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আন্তরিকভাবে তার আমন্ত্রণ গ্রহণ করার জন্য।

মন্তব্য করুন