বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কিশোরগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন আজহার স্টুডেন্টস ফোরাম আয়োজনে অনুষ্ঠিত হলো ইফতার ও দোয়ার মাহফিল।
মঙ্গলবার (২৬ মার্চ) কায়রোর আল আজহার পার্কে মাওলানা দেলাওয়ার আদনানের সভাপতিত্বে ও মাওলানা শরীফ সালাহউদ্দিনের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন কিশোরগঞ্জ জেলার মিঠামইন থানার কৃতি সন্তান মাওলানা মাহমুদুল হাসান মিল্কি আল-আজহারী।
অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআনুল কারিম থেকে তেলাওয়াত করেন মাওলানা মাসুদুল হাসান রনি। সভাপতির স্বাগত বক্তব্য ও পরিচিতি পর্বের পর প্রধান অতিথি মাহমুদুল হাসান মিল্কি ছাত্রদের ক্যারিয়ার গঠনে সহায়ক এবং কর্মপদ্ধতি, পরিকল্পনা তুলে ধরে বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
তিনি ছাত্রদের পড়াশোনা, কিতাবাদি ক্রয়ে আজহারের ডক্টরদের নির্দেশনা এবং লাইব্রেরি (মাকতাবা) নির্বাচন, ক্লাসের ক্ষেত্রে শিক্ষক নির্বাচন ইত্যাদি গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরেন। এ সময় তিনি উপস্থিত শ্রোতাদের মাঝে রাজনৈতিক সচেতনতা, ইখলাস ও দাওয়াতের প্রতি গুরুত্বারোপ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জের মাও. আসাদুল্লাহ আল গালিব, নান্দাইলের মাও. মাহিদ হাসান, শরীয়তপুরের মাও. সিয়াম আহমদ। মাও. শাহাদাত হুসাইন ভৈরবের হুজায়ফা আল মামদুহ, মোহাম্মদ বায়জিদ হাসান, আল মামুন নাঈম আদনান, আব্দুল্লাহ আলিফ, আ. রহিম, মাহমুদুল হাসান নাদিম, হাসিবুর রহমান জয়, বাবুল মিয়া, ইয়াসিন, মাহাদসহ আজহারের বিভিন্ন ফ্যাকাল্টি ও অনুষদে অধ্যয়নরত ছাত্ররা।
সবশেষে দোয়া পরিচালনা করেন প্রধান অতিথি মাও. মাহমুদুল হাসান মিল্কি আজহারী। ইফতারের পর পার্কেই মাও. শরীফ সালাহউদ্দিনের ইমামতিতে মাগরিবের সালাত আদায় করা হয়।
মন্তব্য করুন