শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ২১ চৈত্র ১৪৩১

লন্ডনে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে স্বাধীনতা দিবস উদযাপন

আজিজুল আম্বিয়া, লন্ডন থেকে
  ২৮ মার্চ ২০২৫, ১৩:৩০
ছবি-সংগৃহীত

গত ২৬ মার্চ পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডের পিউর চা-ই সেমিনার হলে ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে বাংলাদেশের মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানে আলোচনা, আবৃত্তি ও মুক্তিযুদ্ধের স্মৃতিচারণের মাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরা হয়।

সভায় সভাপতিত্ব করেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি অধ্যাপক সাজিদুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মিজানুর রহমান মীরু। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নম্বর সেক্টরের বীর মুক্তিযোদ্ধা মো. আমীর খান, যিনি মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করে শহীদদের আত্মত্যাগ এবং বীরাঙ্গনা মা-বোনদের অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

আবৃত্তি পর্বে আবৃত্তি শিল্পী ফাহমিদা খাতুন কবি শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্যে হে স্বাধীনতা’ কবিতাটি আবৃত্তি করেন, এবং মুহাম্মদ শাহেদ রহমান তার স্বরচিত ‘আমি স্বাধীনতাটাকে খুঁজছি’ কবিতাটি পাঠ করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ইউকে বাংলা রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি ড. আনসার আহমদ উল্লাহ, সহ-সভাপতি সাহেদা রহমান, মিডিয়া ও আইটি সেক্রেটারি এ রহমান অলি, অর্গানাইজিং ও ট্রেনিং সেক্রেটারি এমডি সুয়েজ মিয়া এবং সদস্য শামীম আশরাফ। বক্তারা স্বাধীনতা যুদ্ধে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ ভূমিকা এবং সাংবাদিকদের অবদানের কথা তুলে ধরেন। তারা ভবিষ্যতে এ বিষয়ে সেমিনার আয়োজনের প্রস্তাব করেন।

ইফতারের পূর্বে ৩০ লক্ষ শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এবং মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়া পরিচালনা করেন কবিরুল ইসলাম। এর আগে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন রিপোর্টার্স ইউনিটির সদস্য মিজানুর রহমান খালেদ।

অনুষ্ঠানে কমিউনিটি এক্টিভিস্ট, সাংবাদিক ও সংস্কৃতিকর্মীরা উপস্থিত ছিলেন, যারা মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রাখতে এ ধরনের আয়োজনের গুরুত্ব তুলে ধরেন।

মন্তব্য করুন