সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হোটেল ডি প্যালেসে অনুষ্ঠিত হয়েছে। পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোফাজ্জল হোসেন স্বপনের সভাপতিত্বে- রাজু পাটোয়ারী সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি'র সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম গাজী।
প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন পূর্বাঞ্চল কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি শওকত শিকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় বিএনপি'র সহ-সভাপতি এইচ এম নুরুল হক নুরু, মোস্তফা মুন্সি, ছাদেক আলী , যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরীফ খান, আব্দুল হালিম, মহাননগর বিএনপির সভাপতি বশির সরকার, সৌদি আরব প্রবাসী চাঁদপুর জেলা বিএনপির সভাপতি মোঃ ফখরুল ইসলাম বিলাস, সাধারণ সম্পাদক মাসুদ রানা সহ বিপুলসংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন বাংলাদেশের স্বাধীনতা আর সার্বভৌমত্ব রক্ষার্থে স্বনির্ভর বাংলাদেশের রূপকার জাতীয়তাবাদীদল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গড়া দলটি দেশের উন্নয়নে সাধারণ মানুষের পাশে ছিলো, আগামীতেও থাকবে।
অনুষ্ঠানে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।
মন্তব্য করুন