বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

ভেদ্রার বিলে মাছ ধরার উৎসব

নিজস্ব প্রতিবেদক
  ০৬ নভেম্বর ২০২৪, ১৫:২৬
ছবি-সংগৃহীত

নাটোর জেলার ঐতিহ্যবাহী বিল ‘ভেদ্রার বিল’। সদরের বড় হরিশপুর ইউনিয়নে অবস্থিত। বর্ষা শুরুর দিকে উপজেলা মৎস্য অফিস থেকে ভেদ্রার বিলে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়।

বিলকে মাছের অভয়ারণ্য হিসেবে ঘোষণা করা হয়েছিল।

সে সময় বলা হয়েছিল বছরের কোনো একটি নির্দিষ্ট সময় মাছ ধরতে পারবে যে কেউ। তার ধারাবাহিকতায় বুধবার (৬ নভেম্বর) থেকে শুরু হয়েছে মাছ ধরার উৎসব।

নাটোর সদর উপজেলা ও আশপাশের উপজেলা থেকে মাছ ধরতে এসেছে মানুষ। এবার এক যোগে ২৫০-৩০০ জনের মতো লোক মাছ শিকার করতে আসেন।

ধলাট থেকে মাছ শিকার করতে আসা মো. মিজানুর রহমান বলেন, আমরা বিভিন্ন জায়গায় পলো দিয়ে মাছ ধরতে আসি। এবার নিজেদের বিলে মাছ ধরতে পেরে খুবই খুশি।

আব্দুর রহিম নামে একজন জানান, তিনি তিন কেজি ওজনের একটি রুই পেয়েছেন। শফিক নামে অপর একজন জানান, তিনি দুই কেজির একটি কাতল ও একটি মৃগেল পেয়েছেন।

পাইকেরদৌল থেকে মাছ শিকার করতে আসা আব্দুর রহিম বলেন, এ বছর বিলে প্রচুর মাছ অবমুক্ত করা হয়েছে।

মন্তব্য করুন