রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ০৫ জানুয়ারি ২০২৫, ২২ পৌষ ১৪৩১

অপমানে শো ছেড়ে বেরিয়ে গেলেন উরফি

প্রবাহ বাংলা নিউজ
  ৩১ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮

উরফি জাভেদ মানেই নানা বিতর্ক। তার পোশাক থেকে মন্তব্য নানা বিষয় ঘিরে আলোচনা চলতেই থাকে। এবারও আরও একবার সংবাদের শিরোনামে এই মডেল। কমেডিয়ান সাময় রায়নার ইন্ডিয়াস গট ট্যালেন্টে হাজির হয়েছিলেন উরফি। সেখানকার একটি ঘটনাকে কেন্দ্র করেই টক অফ দ্য টাউন তিনি। রায়নার শোতে উরফি ছাড়াও ছিলেন বেশ কয়েকজন অতিথি। তবে উরফির এন্ট্রির পরই চারিদিকে শুরু হয় নানা কানাঘোষা, মন্তব্য। অপমানে মাঝপথেই শো ছেড়ে বেরিয়ে যান মডেল।

টেলিচক্করের রিপোর্ট অনুসারে, উরফি ইন্ডিয়াস গট ট্যালেন্ট- এর শোয়ে একজন বিচারক হিসেবে গিয়েছিলেন। সেখানেই প্রথমে একজন প্রতিযোগী তাকে নিয়ে অপমানজনক মন্তব্য করেন। এরপর প্রতিযোগীদের মধ্যে কেউ কেউ তাকে দেখে খারাপ ইঙ্গিত করতে থাকেন, গালিগালাজ করেন। কেউ আবার তার ব্যক্তিগত জীবন সম্পর্কেও নানা কথা বলতে থাকেন। অতিথি হিসেবে এমন অপমান মেনে নিতে পারেনি উরফি। শো ছেড়ে মাঝপথেই বেরিয়ে যান তিনি। এমনকী উরফিকে যখন এতটা অপমান করা হচ্ছিল, তখন সাময় রায়নাও একেবারে চুপ ছিলেন। কোনও প্রতিবাদ করেননি। একটা সময় পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। শো ছেড়েই মাঝপথে বেরিয়ে যান উরফি। এটাই প্রথম নয়, সাময় রায়নার শো’তে এর আগেও নানা বিতর্ক হয়েছে। একবার কুশা কপিলার সঙ্গেও একই ঘটনা ঘটে। যে কারণে অনেকেই তাকে ‘অমানবিক’ বলেও উল্লেখ করেছিলেন। বহু তারকার সঙ্গে সম্পর্ক নষ্ট হয়েছে কমেডিয়ানের। সেই একই তালিকায় এবার যোগ হলেন উরফি।

মন্তব্য করুন