মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১৮ অগ্রহায়ণ ১৪৩১

শাহরুখ খান এখন কেমন আছেন, জানালেন ম্যানেজার

বিনোদন ডেস্ক
  ২৪ মে ২০২৪, ০৩:৫৯

হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে আহমেদাবাদের কেডি হাসপাতালে ভর্তি হয়েছিলেন বলিউড বাদশাহ শাহরুখ খান। প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতালও ছেড়েছেন অভিনেতা। কিন্তু তাঁর স্বাস্থ্য নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। প্রিয় নায়কের অসুস্থতার খবরে উদ্বিগ্ন গোটা বিশ্বের শাহরুখ–ভক্তরা।

পরে অবশ্য শাহরুখের স্বাস্থ্য নিয়ে বার্তা দেন তাঁর বান্ধবী এবং অভিনেত্রী ও কেকেআরের অন্যতম কর্ণধার জুহি চাওলা। তিনি বলেছেন, মঙ্গলবার থেকেই অসুস্থ ছিলেন শাহরুখ। তবে নায়ক এখন অনেকটাই সুস্থ। সব ঠিক থাকলে রোববার আইপিএল ফাইনালে নিজের দল কেকেআরকে সমর্থন করতে গ্যালারিতে থাকবেন তিনি।

জুহি চাওলার পর এবার শাহরুখ খানের বর্তমান শারীরিক অবস্থা নিয়ে এক্স হ্যান্ডলে বার্তা দিয়েছেন তাঁর ম্যানেজার পূজা দাদলানি। তিনি সব সময়ই শাহরুখ খান এবং তাঁর পরিবারের সঙ্গী। 

পূজা লিখেছেন, ‘মিস্টার খানের সব ভক্ত ও শুভাকাঙ্ক্ষীকে জানাতে চাই, তিনি ভালো আছেন। এত ভালোবাসা, প্রার্থনা ও শুভকামনার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।’ জুহি চাওলা ও পূজার বার্তায় আপাতত স্বস্তি মিলেছে শাহরুখ–ভক্তদের।

মঙ্গলবার আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে কেকেআর ও সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচটি গ্যালারিতে বসে উপভোগ করেন এই তারকা। তাঁর সঙ্গে কন্যা সুহানা খান, পুত্র আব্রাম, ব্যবস্থাপক পূজা দাদলানিও ছিলেন। 

জুহি চাওলা, তাঁর স্বামী জয় মেহেতা, অনন্যা পান্ডে, শানায়া কাপুরসহ আরও অনেকে ছিলেন। এদিন তাপমাত্রা ছিল ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তীব্র তাপপ্রবাহের মধ্যেই বুধবার হিটস্ট্রোক করেন শাহরুখ খান। তাঁকে দেখতে দ্রুত হাসপাতালে ছুটে যান স্ত্রী গৌরী খান, জুহি চাওলা ও জয় মেহেতা।

শাহরুখ খানকে শেষ পর্দায় দেখা গিয়েছিল রাজকুমার হিরানির ‘ডানকি’ ছবিতে। আগামী দিনে তাঁকে দেখা যাবে ‘কিং’ ছবিতে। এই ছবিতে অভিনয় করতে চলেছেন তাঁর মেয়ে সুহানাও।

মন্তব্য করুন