শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

চুপিসারে বিচ্ছেদ হলো শ্রাবন্তী-রোশনের

বিনোদন ডেস্ক
  ১১ এপ্রিল ২০২৫, ১৪:৪৮
ফাইল ছবি

নিঃশব্দে বিচ্ছিন্ন হয়ে গেলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায়-রোশন সিংহ। ৮ এপ্রিল আদালত তাঁদের বিবাহবিচ্ছেদে আইনি সিলমোহর দিল। খবর পেয়েই আনন্দবাজার ডট কম যোগাযোগ করেছিল রোশনের সঙ্গে। 

তিনি খবরের সত্যতায় সিলমোহর দিয়েছেন। বলেছেন, “সবটাই খুব শান্তিপূর্ণ ভাবে মিটেছে। ৮ এপ্রিল থেকে আমরা প্রেম-বিয়ের আগে যেমন অপরিচিত ছিলাম সে রকমই আরও একবার পরস্পরের অপরিচিত হয়ে যাব।”

সূত্রের খবর, দীর্ঘ দিন ধরে দম্পতির আইনি বিচ্ছেদ নিয়ে নাকি টানাপড়েন চলছিল। অবশেষে সেপ্টেম্বরে তাঁরা পাকাপাকি ভাবে বিচ্ছেদের পথে আরও এক ধাপ এগিয়ে যান। 

খবর, কেবল উভয়ের স্বাক্ষর বাকি ছিল। আদালত ৮ এপ্রিল তারিখ দিয়েছিল। তত দিন উভয় পক্ষ বিষয়টি গোপন রাখেন। আইনি বিচ্ছেদের পরেই রোশন তাঁর সামাজমাধ্যমের ছবি বদলে দেন। তাঁর বাগদত্তা অনামিকা মিত্রের সঙ্গে তোলা ছবি দেন। তখনই গুঞ্জন ওঠে, তা হলে কি শ্রাবন্তীর সঙ্গে পাকাপাকি বিচ্ছেদ হয়েই গেল?

এ বার কি রোশন অভিনয়ে আসবেন? কবেই বা অনামিকাকে বিয়ে করবেন তিনি?

প্রশ্ন রাখতেই জবাব এল, “আমার নিজস্ব জিম রয়েছে। এই কাজেই আমি খুব খুশি। অভিনয়ের বিন্দুমাত্র ইচ্ছে নেই।” পরে এ-ও যোগ করেন, শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগের আগেই বিনোদন দুনিয়া থেকে একাধিক বার ডাক পেয়েছিলেন। 

তিনি সাড়া দেননি। বিয়ে প্রসঙ্গে রোশন জানিয়েছেন, সবে এক বন্ধন থেকে মুক্তি পেলেন। আপাতত তিনি নিজেকে গুছিয়ে নেবেন। তার পর হয়তো চলতি বছরেই নতুন জীবন শুরু করবেন অনামিকার সঙ্গে।

মন্তব্য করুন