বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

বউ হতে কত টাকা নেন সাই পল্লবী?

বিনোদন ডেস্ক
  ০১ নভেম্বর ২০২৪, ১১:৪৭

ভারতের দক্ষিণী সিনেমার অভিনেত্রী সাই পল্লবী। সাধারণত রোমান্টিক-ড্রামা ঘরানার সিনেমায় বেশি দেখা যায় তাকে। ভার্সেটাইল অভিনয়শিল্পী হিসেবেও দারুণ খ্যাতি কুড়িয়েছেন।

সাই পল্লবী বেছে বেছে কাজ করে থাকেন। ২০১৮ সালে তার অভিনীত ৪টি সিনেমা মুক্তি পেয়েছিল। কিন্তু তারপর আর এমনটা দেখা যায়নি। এখন বলা যায়, বছরে তার অভিনীত একটি সিনেমা মুক্তি পায়।

সাই পল্লবীর নতুন সিনেমা ‘আমরণ’। যুদ্ধভিত্তিক বায়োগ্রাফিক্যাল এ সিনেমা নির্মাণ করেছেন রাজকুমার পেরিয়াস্বামী। তামিল ভাষার এ সিনেমা আজ (৩১ অক্টোবর) প্রেক্ষাগৃহে মুক্তির কথা রয়েছে। এখন সিনেমাটির প্রচারের কাজে দারুণ ব্যস্ত সময় পার করছেন। সিনেমাটিতে সাই পল্লবীর পারিশ্রমিক নিয়ে নানা কথা শোনা যাচ্ছে। কিন্তু কত টাকা পারিশ্রমিক নিয়েছেন এই অভিনেত্রী?

নিউজ১৮ এক প্রতিবেদনে প্রকাশ করেছে, ১৫০-২০০ কোটি রুপি বাজেটে নির্মিত হয়েছে ‘আমরণ’ সিনেমা। এতে অভিনয়ের জন্য সাই পল্লবী ৩ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪ কোটি ২৫ লাখ টাকার বেশি) পারিশ্রমিক নিয়েছেন।

২০১৪ সালে কাশ্মীরের কাজীপাথারি গ্রামে অপারেশন পরিচালনা করে ভারত। এটি ‘কাজীপাথারি অপারেশন’ নামে পরিচিত। এতে মেজর মুকুন্দ ভারদারাজনের বীরত্বপূর্ণ ভূমিকা নিয়ে নির্মিত হয়েছে ‘আমরণ’ সিনেমা। এতে মেজরের চরিত্র রূপায়ন করেছেন শিবাকার্তিকেয়ান। তার স্ত্রী চরিত্রে দেখা যাবে সাই পল্লবীকে।

তা ছাড়া তেলেগু ভাষার ‘থান্ডেল’, হিন্দি ভাষার ‘রামায়ণ’ ও নাম ঠিক না হওয়া একটি সিনেমার কাজ রয়েছে সাই পল্লবীর হাতে। ‘রামায়ণ’ সিনেমায় সীতা চরিত্র রূপায়ন করছেন সাই পল্লবী। তার বিপরীতে অভিনয় করছেন রণবীর কাপুর। এসব সিনেমা ২০২৫ সালে মুক্তির কথা রয়েছে।

২০০৫ সালে শিশুশিল্পী হিসেবে চলচ্চিত্রে পা রাখেন সাই পল্লবী। এরপর ২০১৪ সালে মালায়ালাম ভাষার ‘প্রেমাম’ সিনেমায় প্রথম কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয় করে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জিতে নেন এই অভিনেত্রী। ২০১৭ সালে তেলেগু ভাষার ‘ফিদা’ সিনেমায় অভিনয় করে দর্শকের নজর কাড়েন সাই পল্লবী।

মন্তব্য করুন