মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

সিনেমায় ডাক পাচ্ছেন না জেনিফার অ্যানিস্টোন

বিনোদন ডেস্ক
  ০৬ এপ্রিল ২০২৫, ১০:৪৮

হলিউডে ১৯৯৮ সালে অভিষেক হলেও এখন পর্যন্ত অভিনীত সিনেমার হাফসেঞ্চুরি পূরণ করতে পারেননি জেনিফার অ্যানিস্টোন। গোল্ডেন গ্লোব আর স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডজয়ী এ অভিনেত্রীর হাতে নতুন কোনো সিনেমা নেই। 

২০১৯ ও ২০২৩ সালের ‘মার্ডার মিস্টেরি’ সিক্যুয়ালের মাধ্যমে তিনি রীতিমতো হয়ে উঠেছেন নেটফ্লিক্স তারকা। কমেডি এ সিক্যুয়ালের প্রথমটি পরিচালনা করেছেন কাইলি নিউচেক, আর দ্বিতীয়টির পরিচালক ছিলেন জেরেমি গেয়ারলিক। তবে দুটো সিনেমায়ই অভিনয় নিয়ে প্রশংসিত হয়েছেন জেনিফার। 

তার অভিনীত সর্বশেষ সিনেমা ‘আউট অব মাই মাইন্ড’ মুক্তি পেয়েছে গেল বছরের ২২ নভেম্বর। কিন্তু ব্রিটিশ-আমেরিকান অভিনেত্রী আম্বার সিলি পরিচালিত এ সিনেমাটির রিপোর্ট এখন পর্যন্ত আহামরি কিছু নয়। কিন্তু তা সত্ত্বেও চলতি সময়ে দারুণভাবে আলোচনায় রয়েছেন জেনিফার। সেটিও তার জন্য বেশ বিব্রতকর বিষয়।

অভিনেতা চলচ্চিত্রকার জাস্টিন থেরক্সের দ্বিতীয় বিয়েতে ‘দাওয়াত পাননি’ বলে টিপ্পনী কাটছেন তার ভক্ত-সমালোচকরা। কেউ কেউ বলছেন সাবেক স্বামী জাস্টিনের বিয়ের অনুষ্ঠানটি ইচ্ছা করেই এড়িয়ে গেছেন এ অভিনেত্রী। ২০১৮ সালে জেনিফারের সঙ্গে ছাড়াছাড়ির প্রায় ৭ বছর পর দ্বিতীয় বিয়ের আসর জমিয়েছেন জাস্টিন। তিনি সম্প্রতি বিয়ে করেছেন ৩১ বছর বয়সি অভিনেত্রী নিকোল ব্রাইডন ব্লুমকে। 

এ বিয়ের অনুষ্ঠানে আসলেই দাওয়াত পাননি জেনিফার অ্যানিস্টোন। কারণ, তার নববধূ নিকোল ৫৩ বছর বয়সি স্বামী জাস্টিনকে সাফসাফ বলে দিয়েছেন, অনুষ্ঠানে তিনি জেনিফারের ছায়াও দেখতে চান না। 

উল্লেখ্য, শুধু জেনিফারই নন, জাস্টিনের বন্ধু তালিকার অনেকেই ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি নিকোলের নিষেধাজ্ঞার দরুন। চলতি মার্চের শুরুতে মেক্সিকান সমুদ্রসৈকত রিসোর্টে এক অনাড়ম্বর অনুষ্ঠানে গাঁটছড়া বাঁধেন জাস্টিন-নিকোল। বিয়ের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, এমন একজন দাবি করেছেন, ব্লুম অত্যন্ত জেদী। এ অনুষ্ঠানে তার প্রধান শত্রু হিসাবে অ্যানিস্টোনকেই চিহ্নিত করেছেন তিনি।

বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে জল্পনা-কল্পনার অবসান ঘটিয়েছেন নিকোলই। তিনি বলেন, ‘এ ধরনের আলোচনা আমার কাছে অসহনীয়। হ্যাঁ, কথা তো সত্যি! আমিই তাকে নিষিদ্ধ করেছিলাম। কারণ, আমি চাইনি চমৎকার ওই অনুষ্ঠানে জেনিফারের এমন কোনো ছায়া পড়ুক-যা আমার স্বামীর মনকে দুর্বিষহ করে তুলতে পারে। এটা আমার কাছে ভীষণ বিরক্তিকর হবে।’

এদিকে, নবদম্পতিকে অভিনন্দন জানানো প্রথমদিকে থাকা ব্যক্তিদের একজন ছিলেন মর্নিং শো জেনিফার অ্যানিস্টোন। অভিনন্দন জানিয়ে তিনি লিখেছেন, ‘তারা (নবদম্পতি) একটি ঘনিষ্ঠ বন্ধুত্ব বজায় রেখেছে। 

আমি খুশি যে, জাস্টিন সত্যিকারের ভালোবাসা পেয়েছে। আমি মনে করি তার নতুন স্ত্রী দুর্দান্ত!’ তিনি বলেন, ‘জেনের (জেনিফার) জন্য কারও খারাপ লাগা উচিত নয়। তার জীবন এখনো বেশ ভালো চলছে। নতুন করে কারও সঙ্গে গাঁটছড়া বাঁধলে মন্দ হবে না।’ সত্যিই তাই। 

তৃতীয় বিয়ের দ্বারপ্রান্তে রয়েছেন প্রথমে অভিনেতা ব্র্যাড পিটকে বিয়ে করা অভিনেত্রী জেনিফার। সম্প্রতি হলিউরে সানসেট টাওয়ার হোটেলে ম্যান্ডালোরিয়ান তারকা চিলির পেড্রো প্যাসকেলের সঙ্গে ডিনার করতে দেখা গেছে।

মন্তব্য করুন