বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

না ফেরার দেশে হলিউড তারকা জোনাথন হেইজ

বিনোদন ডেস্ক
  ০৫ নভেম্বর ২০২৪, ১৮:৩৫
ছবি-সংগৃহীত

১৯২৯ সালের ১ এপ্রিল পিটসবার্গে জন্মগ্রহণ করা হেইজ থিয়েটারে তার ক্যারিয়ার শুরু করেন। পরবর্তীতে হলিউডে যান, যেখানে রজার করম্যানের সঙ্গে তার পরিচয় হয়। 

তিনি বিভিন্ন ধরনের চরিত্রে দক্ষতার সাথে অভিনয় করেছিলেন- অতিথি অপরাধী থেকে শুরু করে এলিয়েন পর্যন্ত। হেইজ চিত্রনাট্য লিখেছেন এবং ব্যাকগ্রাউন্ডে প্রোডাকশন ম্যানেজার ও প্রযোজক হিসেবেও কাজ করেছেন।

‘লিটল শপ অফ হররস’ (১৯৬০)-এর আসল সেমুর ক্রেলবর্ন চরিত্রে অভিনয় করে পরিচিতি পাওয়া অভিনেতা জোনাথন হেইজ মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর। গেল শনিবার লস অ্যাঞ্জেলেসে তার বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার কন্যা রেবেকা হেইজ এই খবর নিশ্চিত করেছেন।

রজার করম্যানের চলচ্চিত্রে হেইজ ছিলেন এক গুরুত্বপূর্ণ এবং নিয়মিত মুখ। যিনি ১৯৫০-এর দশক থেকে ১৯৬০-এর দশকের শেষ পর্যন্ত ২০টিরও বেশি বি-মুভিতে অভিনয় করেছেন। তিনি প্রথম কাজ করেন ‘দ্য ফাস্ট অ্যান্ড দ্য ফিউরিয়াস’ (১৯৫৪) ছবিতে। পরে ‘স্টেকআউট অন ডোপ স্ট্রিট’ (১৯৫৮) এবং ‘দ্য সেন্ট ভ্যালেনটাইনস ডে ম্যাসাকার’ (১৯৬৭)-এর মতো ছবিতে কাজ করেন।

‘লিটল শপ অফ হররস’-এ ছবিতে হেইজ অভিনয় করেন একটি ফুলের দোকানের সহকারী চরিত্রে।

পরবর্তীতে, তিনি বিজ্ঞাপন শিল্পে যুক্ত হন এবং কুল-এইড এবং শ্লিটজ বিয়ার-এর মতো ব্র্যান্ডের প্রচারণা পরিচালনা করেন। দীর্ঘ বিরতির পর ১৯৯৯ সালে তিনি করম্যানের সঙ্গে আবারও ‘দ্য ফ্যানটম আই’ ছবিতে ক্যামিও করেন।

হেইজ ১৯৬০-এর দশকে কস্টিউম ডিজাইনার রোবার্টা কিথকে বিয়ে করেন। ১৯৮১ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। দুই কন্যা রেবেকা ও ডিডি, নাতি অ্যান্ড্রে, রোকো, রুবি, প্রপৌত্র সনিসহ অনেক আত্মীয়-স্বজনের মধ্যে বেঁচে ছিলেন এই হলিউড তারকা।

মন্তব্য করুন