বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

যৌনকর্মীদের গল্পে কানে স্বর্ণপাম জয়

বিনোদন ডেস্ক
  ২৬ মে ২০২৪, ১৯:৪২

‘তাঁদের (যৌনকর্মী) সঙ্গে আমার বন্ধুত্ব হয়েছে এবং বুঝতে পেরেছি যে তাঁদের মিলিয়ন মিলিয়ন গল্প রয়েছে। আমি যদি এগুলো সিনেমার মাধ্যমে তুলে ধরতে পারি, আমি জানি এগুলো মানুষের গল্প হয়ে উঠবে এবং গল্পগুলো সর্বজনীন। আমার এই গল্প বলাটা যৌন পেশার ওপর যে কলঙ্ক চাপিয়ে দেওয়া হয়েছে, তা দূর করতে কাজ করবে বলে আমার বিশ্বাস।’
কথাগুলো মার্কিন নির্মাতা শন বেকারের। তাঁর নির্মিত সিনেমা ‘আনোরা’ কান চলচ্চিত্র উৎসব ২০২৪-এ পাম দ’র বা স্বর্ণপাম জিতে নিয়েছে। সিনেমাটি যৌনকর্মীদের গল্পের ওপর ভিত্তি করে নির্মিত।

‘আনোরা’র গল্প
একেক নির্মাতা একেক ধরনের গল্প বলতে পছন্দ করেন। কেউ কেউ সুপারহিরোদের নিয়ে সিনেমা নির্মাণ করেন, কেউ কেউ আবার হরর সিনেমা নির্মাণ করেন। কেউ আবার ভালোবাসেন সিনেমায় মানুষের গল্প বলতে।

শন বেকার মানুষের গল্প বলা নির্মাতাদের দলে। তবে এই মানুষগুলো অন্য জগতের। মানে এই মানুষগুলো যৌনতাকে পেশা হিসেবে বেছে নিয়েছেন। ‘ট্যাঙ্গারিন’, ‘দ্য ফ্লোরিডা প্রজেক্ট’ ও ‘রেড রকেট’ তেমনই কিছু সিনেমা। সিনেমাগুলো বক্স অফিস হিট না হলেও যৌনকর্মীদের গল্প নিয়েই শন বেকার তৈরি করেছেন তাঁর সর্বশেষ সিনেমা ‘আনোরা’।

‘আনোরা’ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন মাইকি ম্যাডিসন। তাঁর অভিনীত চরিত্রের নাম অ্যানি। যিনি কিনা নিউইয়র্কের ব্রুকলিনের উঠতি বয়সী একজন যৌনকর্মী। ‘সিন্ডারেলা’ গল্পের মতো তাঁর সঙ্গে একদিন পরিচয় হয় একজন রুশ অলিগার্কের এক সন্তানের। মানে রাশিয়ার এক বিত্তশালীর সন্তানের সঙ্গে পরিচয় ঘটে নিউইয়র্কের এক যৌনকর্মীর।

একসময় তাঁরা বিয়ে করেন। খবরটি একদিন রাশিয়ায় পৌঁছে যায়। রাশিয়ার সেই অলিগার্ক তাঁদের বিয়ে মেনে নিতে পারেন না। অলিগার্ক স্ত্রীকে নিয়ে নিউইয়র্কের উদ্দেশে রওনা দেন বিয়ে ভেঙে দিতে যেসব প্রক্রিয়া সম্পন্ন করার প্রয়োজন, সেগুলো সারতে। গল্প এগিয়ে যেতে থাকে।
এ গল্প দিয়েই শন বেকারের ‘আনোরা’ জয় করে নিল কানের সবচেয়ে সম্মানজনক পুরস্কার পাম দ’র বা স্বর্ণপাম।

কলাকুশলী
২ ঘণ্টা ১৮ মিনিটের সিনেমা ‘আনোরা’ প্রযোজনা করেছেন পরিচালক শন বেকারের স্ত্রী সামান্থা কোয়ান। এতে প্রধান চরিত্রে মাইকি ম্যাডিসন তো রয়েছেনই, তাঁর সঙ্গে আরও অভিনয় করেছেন মার্ক এইডেলস্টেইন, আইভি ওক, কারেন কারাগুলিয়ান প্রমুখ। সিনেমাটোগ্রাফি ড্রিউ ড্যানিয়েলসের। সংগীতায়োজনে আছেন ম্যাথু হিরন-স্মিথ।

‘আনোরা’য় খোদ রুশ অভিনেতা ইউরিই বরিসভ অভিনয় করেছেন। তিনিও একজন পুরস্কারজয়ী অভিনেতা। অন্যদিকে যৌনকর্মীর চরিত্রে অভিনয় করা আইভি ওকের ‘আনোরা’ সিনেমা দিয়ে অভিষেক হলো। আইভি ওক টিকটকে জনপ্রিয় মুখ এবং তাঁর বড়সংখ্যক ফলোয়ার রয়েছে। ২০ বছর বয়সী এই অভিনেত্রী ১৪ বছর বয়স থেকেই টিকটকে জনপ্রিয়।

কে এই বেকার
১৯৭১ সালের ২৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে জন্মগ্রহণ করা শন বেকার একাধারে নির্মাতা, সিনেমাটোগ্রাফার, প্রযোজক ও চিত্রনাট্যকার। তিনি স্বাধীন ধারার সিনেমা নির্মাণের জন্যই বেশি পরিচিত। তাঁর নির্মিত সিনেমাগুলোর মধ্যে ‘স্টারলেট’ (২০১২), ‘ট্যাঙ্গারিন’ (২০১৫), ‘দ্য ফ্লোরিডা প্রজেক্ট’ (২০১৭), ‘রেড রকেট’ (২০২১) অন্যতম। স্বাধীন ধারার সিনেমা নির্মাণের পাশাপাশি ফক্স চ্যানেলে প্রচারিত পাপেট সিটকম ‘গ্রেগ দ্য বান্নি’ (২০০২-২০০৬) দিয়েও পরিচিত লাভ করেছেন তিনি।

শন বেকার তাঁর সিনেমার মাধ্যমে প্রান্তিক উপসংস্কৃতি, অনথিভুক্ত অভিবাসী এবং যৌনকর্মীদের মানবিক ও সহানুভূতিশীল দিকগুলো তুলে ধরতে বদ্ধপরিকর। ‘সেক্সুয়াল মোরালিটি’র ব্যাপারে তাঁর সিনেমা তর্কের দাবি রাখে।
বেকার স্পাইক লি, জিম জারমুখ, মাইক লেই, স্টিভেন স্পিলবার্গ, হ্যাল অ্যাশবিসহ অনেকের কাছ থেকেই নেন অনু্প্রেরণা।

বেকারের যত পুরস্কার
স্বাধীন ধারার সিনেমা নির্মাণ করেই বিভিন্ন পুরস্কার জিতে নিয়েছেন শন বেকার। এর মধ্যে রয়েছে ইনডিপেনডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস, নিউইয়র্ক ফিল্ম ক্রিটিকস সার্কেল, লন্ডন ফিল্ম ক্রিটিকস সার্কেল, গোথাম অ্যাওয়ার্ডস, শিকাগো ফিল্ম ক্রিটিকস অ্যাসোসিয়েশন উল্লেখযোগ্য। সর্বশেষ যোগ হলো বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার স্বর্ণপাম।

তথ্যসূত্র: ভ্যারাইটি, টিএমডিবি, বিবিসি, কান অফিশিয়াল ওয়েবসাইট

মন্তব্য করুন