শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

অস্কারজয়ী গায়িকা-অভিনেত্রী আইরিন কারা মারা গেছেন 

দেশ টিভি ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২২, ১৪:০৬

অস্কারজয়ী গায়িকা-অভিনেত্রী আইরিন কারা মারা গেছেন। তার প্রচারক জুডিথ এ মুজ খবরটি নিশ্চিত করেছেন। ৬৩ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি জমালেন এই আমেরিকান এই গায়িকা-অভিনেত্রী।

জুডিথ এ মুজ জানিয়েছেন, ‘ফ্লোরিডায় নিজ বাড়িতে মারা গেছেন কারা।’ তবে মৃত্যুর কারণ সম্পর্কে এখনো জানানো হয়নি। কারার প্রশংসা করে মুজ বলেন, ‘কারা তার সংগীত এবং চলচ্চিত্রের মাধ্যমে চিরকাল মানুষের মাঝে বেঁচে থাকবেন।’

১৯৮০ সালের ‘ফেম’ চলচ্চিত্রে টাইটেল ট্র্যাকের জন্য সবচেয়ে বেশি পরিচিত ছিলেন আইরিন কারা। সেই সাথে ‘ফ্ল্যাশড্যান্স... হোয়াট এ ফিলিং’সহ বেশ কিছু জনপ্রিয় গানের লেখক ও গায়িকা হিসেবে তিনি খ্যাতি অর্জন করেছিলেন।

গায়িকা হিসেবে সাফল্য পাওয়ার পর ক্লিন্ট ইস্টউড এবং টাটুম ও’ নিলের বিপরীতে চলচ্চিত্রে অভিনয়ও করেন আইরিন কারা। অভিনয়ের জন্য ১৯৮১ সালে গোল্ডেন গ্লোব পুরস্কারে সেরা অভিনেত্রীর মনোনয়ন পেয়েছিলেন তিনি।

১৯৫৯ সালে নিউ ইয়র্ক সিটির ব্রঙ্কসে জন্মগ্রহণ করেন আইরিন কারা। তার বাবা পুয়ের্তো রিকান। তার মা একজন কিউবান-আমেরিকান। পাঁচ সন্তানের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন কারা। 

স্প্যানিশ ভাষার একটি টিভিতে কর্মজীবন শুরু করেন কারা। শৈশবে স্প্যানিশ এবং ইংরেজি উভয় ভাষায় সংগীত রেকর্ড করার পরে তিনি বেশ কয়েকটি অন-অফ ব্রডওয়ে মিউজিক্যাল শো’তে নিজের প্রতিভা দেখান।

মন্তব্য করুন