বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩১

নায়িকা পপির বিরুদ্ধে থানায় অভিযোগ দিলো বোন ফিরোজা

বিনোদন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১৮
ফাইল ছবি

এবার চিত্রনায়িকা সাদিকা পারভীন পপির বিরুদ্ধে জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ অভিযোগের ভিত্তিতে খুলনার সোনাডাঙ্গা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন তার মেজো বোন ফিরোজা পারভীন।

সোমবার (৩ ফেব্রুয়ারি) রাতে চিত্রনায়িকা পপির বোন এই জিডি করেন জানিয়েছেন সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম। তিনি বলেছেন, থানার উপপরিদর্শক (এসআই) গোলাম মোস্তফা ঘটনাটির তদন্ত করছেন।

জিডির বরাত দিয়ে পুলিশ জানায়, পৈতৃক জমি দখলের নেওয়ার জন্য কল্লোল মজুমদার, শিপন ও স্বামী আদনান উদ্দিন কামালসহ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে শিববাড়ি এলাকার নিজেদের ভাড়া দেওয়া বাড়িটির সামনে যান পপি। এ সময় তাদের বাধা দিলে পপি ও তার স্বামী মিলে বোন ফিরোজা পারভীনকে হুমকি দেন।

এ বিষয়ে পপির মা মরিয়ম বেগম বলেন, ‘আমার মেয়েটা আগে ভালোই ছিল, কিন্তু বিয়ের পর পাঁচ-ছয় বছর ধরে স্বামীর প্ররোচনায় আমাদের নানাভাবে হুমকি-ধমকি দিচ্ছে। তার বাবার জমি দখলের চেষ্টা করছে। আমাদের প্রতিনিয়ত হয়রানির মধ্যে রেখেছে। এই বয়সে আমরা কোথায় যাব!’

বোন ফিরোজা পারভীন বলেন, ‘আমরা চার বোন, দুই ভাই। পপি সবার বড়। অনেক বছর ধরেই সে আমাদের বাবার জমি দখলের চেষ্টা করছে। বাবার মৃত্যুর পর থেকেই আমরা হয়রানির শিকার হচ্ছি।’

তিনি বলেন, ‘পপি ছাড়া আমরা সবাই এক আছি। আগেও আমাদের ভয় দেখানো হয়েছে। পপি সবার জমি একাই দখল করতে চায়।’

এসআই গোলাম মোস্তফা বলেন, ‘বিষয়টি তাদের পারিবারিক। সে কারণে দুপক্ষকে ডেকে কথা বলে বিষয়টি তদন্ত করা হবে। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।’

১৯৯৭ সালে মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কুলি’ সিনেমার মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় পপির। প্রথম সিনেমা দিয়েই সাফল্য পান এই অভিনেত্রী। এরপর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি। একের পর এক সিনেমায় কাজ করেছেন। তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি।

এদিকে প্রায় চার বছর ধরে একপ্রকার অন্তরালে রয়েছেন গ্ল্যামার গার্ল পপি। এর আগে বেশ কয়েকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি।

পরে ব্যক্তিজীবনে পাকাপোক্ত হওয়ার গুঞ্জনও ওঠে। এবার জমি-সংক্রান্ত বিরোধের জেরে স্বামীকে নিয়ে তার প্রকাশ্যে আসার দাবি করলেন বোন।

মন্তব্য করুন