আজও ভাল বন্ধু তাঁরা। পরস্পরের প্রতি মানবিকও। সেই অনুভূতি নিয়েই সমাজমাধ্যমে এবং বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’য় পরিচালক রাইহান রাফীর পিতৃবিয়োগের খবর ভাগ করে নিলেন তমা মির্জ়া। তাঁর বার্তা, “রাইহান রাফীর বাবা সিরাজউদ্দিন চৌধুরী আমাদের মধ্যে আর নেই।
রবিবার ঢাকার এক বেসরকারি হাসপাতালে দুপুর পৌনে তিনটে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এমন কিছুও যে লিখে জানাতে হবে, কল্পনাও করিনি। ওঁকে সিলেটে পারিবারিক কবরস্থানে মঙ্গলবার কবর দেওয়া হবে।” সূত্রের খবর, টলিউড থেকে শোকপ্রকাশ করেছেন জিৎ। রাইহানের আগামী ছবি ‘লায়ন’-এ নায়কের ভূমিকায় দেখা যাবে তাঁকে।
তমা এ-ও লেখেন, পরিবারের সকলের জন্য অনুরাগীরা যেন প্রার্থনা করেন। সুস্থ থেকে, শান্ত থেকে যাতে কঠিন সময়ের মোকাবিলা করতে পারেন তাঁরা। পরিচালক বন্ধুর বাবার কাছে তিনি কন্যাসম। অত্যন্ত অমায়িক পিতৃতুল্য মানুষটি তাঁকে স্নেহ করতেন। দাবি, তিনি মাটির মানুষ ছিলেন। পরলোকে তিনি ভাল থাকবেন।
আনন্দবাজার অনলাইনের কাছে আরও খবর, রাত আড়াইটে নাগাদ ‘লায়ন’ ছবির সহ-প্রযোজক শ্যামসুন্দর দে-কে দুঃসংবাদ জানান রাইহান। সোমবার সকালে তাঁর থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে পরিচালককে শোকবার্তা পাঠান ‘ব্যুমেরাং’-এর নায়ক। বার্তায় জিৎ রাইহানের বাবার আত্মার শান্তি কামনা করেন। শোকস্তব্ধ পরিবারকে সমবেদনা জানান।
বাংলাদেশের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ৭৫ বছরের সিরাজউদ্দিন ও পার বাংলার সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত প্রধান ছিলেন। রবিবার সকালে আচমকা বুকে ব্যথা অনুভব করেন তিনি।
সঙ্গে সঙ্গে তাঁকে নিয়ে যাওয়া হয় গুলশনের একটি বেসরকারি হাসপাতালে। সেখানকার চিকিৎসকেরা অবস্থা সঙ্কটজনক দেখে তাঁকে অন্যত্র নিয়ে যাওয়ার পরামর্শ দেন। দেরি না করে তাঁকে স্থানান্তরিত করা হলেও শেষরক্ষা হয়নি। জীবনদায়ী ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা শুরু হলেও মাত্র তিন ঘণ্টা বেঁচে ছিলেন রাইহানের বাবা।
মন্তব্য করুন