রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৭ পৌষ ১৪৩১

বিচ্ছেদ গুঞ্জনের মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট শ্রদ্ধার

বিনোদন ডেস্ক
  ১৪ ডিসেম্বর ২০২৪, ১২:৪৫

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের সঙ্গে আদিত্য রায় কাপুরের প্রেমের কথা কারো অজানা নয়। বলিউডে আত্মপ্রকাশের সময় থেকেই আদিত্যের সঙ্গে প্রেম ছিল তার। ‘আশিকি টু’ ছবির শুটিংয়ের সময় থেকে এ সম্পর্কের রসায়ন ফুটে উঠছিল পর্দাতেও। বেশিদিন টেকেনি সে সম্পর্ক। এর দীর্ঘদিন পর ‘তু ঝুঠি ম্যায় মাক্কার’ ছবির চিত্রনাট্যকার রাহুল মোদীর সঙ্গে শ্রদ্ধার সম্পর্কে জড়িয়েছেন বলে গুঞ্জন শোনা যায়। তবে মাসখানেক আগেই জানা গেছে, শ্রদ্ধা কাপুর ইনস্টাগ্রামে রাহুল মোদীকে আর অনুসরণ করছেন না।

বিষয়টি নেটিজেনদের চোখে পড়তেই জল্পনার সূত্রপাত। শুধু তাই নয়, রাহুলের বোন ও তার প্রযোজনা সংস্থা এবং তাদের পোষ্য কুকুরকেও ইনস্টাগ্রামে ‘আনফলো’ করেছেন শ্রদ্ধা। এখান থেকেই শ্রদ্ধা ও রাহুলের বিচ্ছেদ নিয়ে গুঞ্জন শুরু হয়। কিন্তু এবার যেন নিজে থেকেই আভাস দিলেন শ্রদ্ধা। সম্প্রতি শ্রদ্ধা তার ইনস্টাগ্রামে মুম্বইয়ের বিখ্যাত খাবার বড়া পাওয়ের ছবি পোস্ট করেন। তাতেই চর্চিত প্রেমিক রাহুল মোদীকে নিয়ে রসিকতা করেন অভিনেত্রী। অভিনেত্রী আবদারের সুরেই ক্যাপশনে লিখেছেন, ‘বড়া পাওয়ের জন্য আমি তোমাকে যে কোনও সময় ধমক দিতে পারি।’

শেয়ার করা ছবিতে দেখা যায়, বেশ রাতে গাড়িতে চড়ে কোথাও যাচ্ছেন শ্রদ্ধা, হাতে ধরা বড়া পাও। এই পোস্টের সঙ্গে আশা ভোঁসলের গাওয়া গান ‘তু তুহে ওয়াহি’ জুড়ে দেন অভিনেত্রী। প্রসঙ্গত, গত বছর থেকেই বার বার রাহুলের সঙ্গে দেখা গেছে শ্রদ্ধাকে। কখনও ডিনার পার্টিতে, কখনও আবার রাহুলের বাড়িতে। এমনকি একসঙ্গে ছুটি কাটিয়েছেন। এদিকে অনন্ত অম্বানীর প্রাক-বিবাহ অনুষ্ঠানেও তারা একসঙ্গে ছিলেন।

মন্তব্য করুন