বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ১৫ জানুয়ারি ২০২৫, ১ মাঘ ১৪৩২

শিল্পী পরিচয় আজ লজ্জার

বিনোদন ডেস্ক,
  ০৭ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৩১
ছবি,,সংগৃহীত

সমালেচিত" আলো আসবেই" গ্রুপ নিয়ে রীতিমতো চলছে পক্ষ-বিপক্ষের তুমুল সমালোচনা।  আর সেই গ্রুপ নিয়ে এবার মুখ খুললেন আলোচিত প্রিয়দর্শীনী'"চিত্রনায়িকা মোসূমী। 

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত এবং সাবেক সংসদ সদস্য চিত্রনায়ক ফেরদৌসের নেতৃত্বে ‘আলো আসবেই’ নামের  একটি  হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়। যেখানে আওয়ামীপন্থি শিল্পী ও সাংবাদিকরা যুক্ত ছিলেন।

সম্প্রতিকালে সেই গ্রুপ চ্যাটের কিছু স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে আসলে তা ভাইরাল হয়। স্ক্রিনশটে আন্দোলনকারীদের বিপক্ষে কথা বলতে দেখা গেছে তাদের। যা দেখে সেসব তারকা পড়েছেন তুমুল সমালোচনার মুখে। তা নিয়ে এবার ‘আলো আসবেই’- গ্রুপ নিয়ে ‘কথা বললেন প্রিয়দর্শিনী’ খ্যাত চিত্রনায়িকা মৌসুমী। 


তিনি যুক্তরাষ্ট্র থেকে  গণমাধ্যমকে জানান, একজন শিল্পী রাজনীতিতে প্রত্যক্ষভাবে সক্রিয় বা নিষ্ক্রিয় থাকবেন কিনা, সেটি নির্ভর করে তার মনস্তাত্ত্বিক ও ব্যক্তিসত্তার ওপর। তবে সাধারণ মানুষ বা শিল্পী কেউই রাজনীতিকে উপেক্ষা করতে পারে না। কোনো শিল্পী বা রাজনৈতিক দল যদি গণমানুষের কথা না বলে তাহলে সাধারণ জনগণ তাকে ছুড়ে ফেলবে,সেটাই স্বাভাবিক। 


জনপ্রিয় এ নায়িকা বলেন, রাজনীতিকে কেন্দ্র করে ক্ষমতার দাপটে যেসব শিল্পী মানবতা লঙ্ঘন করে জাতির কাছে নীচুতার পরিচয় দিয়েছেন, আজ তাদের জন্য আমার শিল্পী পরিচয় আজ লজ্জার।

মন্তব্য করুন