শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যরাজধানীপাঠকের কথাআবহাওয়াফিচারশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১

কারাগারের দিনগুলো যেমন ছিল র‍্যাপার হান্নানের

বিনোদন ডেস্ক
  ১৩ আগস্ট ২০২৪, ০১:০৩
ছবি- সংগৃহীত

শেখ হাসিনা সরকারের দমনপীড়নের বিরুদ্ধে গান গেয়ে জেল খাটতে হয়েছে র‍্যাপার হান্নান হোসাইনকে। কোটা সংস্কার আন্দোলনের সময় ‘আওয়াজ উডা’ গান মুক্তির পর তাকে গ্রেফতার করা হয়, নেওয়া হয় দুই দিনের রিমান্ডে। শেখ হাসিনা সরকারের পতনের পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন এই র‍্যাপার।

কারাগারের দিনগুলো কেমন কেটেছিল, একটি জাতীয় দৈনিকের সঙ্গে আলাপে তা জানিয়েছেন হান্নান। তার ভাষায়, ‘আমি আগে কখনোই জেল দেখিনি। বাইরে কী চলছে, জানতাম না। কারাগারে পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎও বন্ধ ছিল। পরিবারের সঙ্গে দেখা করতে পারিনি। পরে দেখা করার সুযোগ পেয়েছি। কারাগারে থেকেই শুনেছিলাম, আমার জন্য অনেকে রাস্তায় ব্যানার নিয়ে দাঁড়িয়েছে। আবেগে চোখের পানি ধরে রাখতে পারিনি।’

তার সেই আলোচিত গান লেখার প্রেক্ষাপট নিয়ে হান্নান বলেন, ‘গানটা যখন লিখেছি তখন শিক্ষার্থীরা রাস্তায় ছিলেন। পরে অল্প কিছু অভিভাবকও নেমেছেন। তবে অনেকে চুপ ছিলেন। কোনো কথা বলছিলেন না, নামছিলেনও না। আওয়াজও তুলতে পারছিলেন না। সেটা দেখেই গানের শিরোনাম করেছি, আওয়াজ উডা বাংলাদেশ।’

গত ২৫ জুলাই নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে পুলিশের হাতে আটক হন হান্নান। আটকের পর তাকে আদালতে তোলার আগে পুলিশ তার পরিবারের কাছে টাকা দাবি করে বলেও জানান এই র‍্যাপার, ‘সেদিন দুপুরে আমাকে থানায় নেওয়া হয়; পরদিন দুপুর পর্যন্ত আমার পরিবারকে বিষয়টি জানানো হয়নি। পরে পরিবারকে জানানো হয়। পরিবারের কাছে প্রথমে এক লাখ টাকা চেয়ে পুলিশ বলেছে, মামলা দেবে না, ছেড়ে দেব। পরে থানা থেকে ছাড়াতে দেড় লাখ টাকা চেয়েছিল।’

গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এর পরদিন (৬ আগস্ট) মুক্তি পান হান্নান। মুক্তির সময়ের অনুভূতি জানিয়ে হান্নান বলেন, ‘মুক্তির আনন্দটা ভাষায় প্রকাশ করা কঠিন। সেদিন সকাল ১০টার দিকে আমার মুক্তি পাওয়ার কথা ছিল। পরিবারের সদস্য, প্রতিবেশী, বন্ধুরা আমাকে নিতে এসেছিলেন। বের হতে হতে বিকেল চারটা বেজেছিল।’

মন্তব্য করুন