শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ৬ বৈশাখ ১৪৩২

ফারিণের মন মজেছে বিলেতি পাহাড়ে

বিনোদন ডেস্ক
  ১১ এপ্রিল ২০২৫, ১৫:০৮
ছবি-সংগৃহীত

নাটক, সিনেমা ও ওয়েব ফিল্মের সাফল্যে ব্যাপক প্রশংসা কুড়ান বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গত ঈদে প্রেক্ষাগৃহের মতো ওটিটিতেও জয়জয়কার ছিল। 

বিশেষ করে তার অভিনীত 'হাউ সুইট' নিয়ে আলোচনার কমতি ছিল না। অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বের সঙ্গে জুটি বেঁধে যেন রীতিমতো রোমান্স দেখিয়েছিলেন এ অভিনেত্রী। 

এদিকে ঈদের আগেই যেন কাজের ব্যস্ততাও হারিয়ে যায় তার। তাই এ মুহূর্তে ছুটির মেজাজে আছেন ফারিণ। দেশে অভিনয় নিয়ে ব্যস্ততা থাকলেও ব্যক্তিগত জীবন উপভোগ করতে দেশের বাইরে পাড়ি জমান অভিনেত্রী। এবার ঈদের আগে ছুটি পেয়েই ছুটে যান যুক্তরাজ্যে। সেখানে নিজের মতো করে সময় কাটান তিনি।

ঈদ কাটাতে যুক্তরাজ্যে যাওয়ার বিশেষ একটি কারণও আছে তার। বার্মিংহাম শহরে বাস করেন তার স্বামী শেখ রেজওয়ান। তা ছাড়া ফারিণের মামা-মামিও থাকেন সেখানেই। তাই তো তার সামাজিক মাধ্যমেও যুক্তরাজ্যে ঘোরাঘুরির বেশ কিছু মুহূর্তের ছবি ভেসে বেড়ায়।

সামাজিক মাধ্যমে নানা মুহূর্তের ছবি ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করে নিয়েছেন ফারিণ। এতে বোঝা যায়, অভিনেত্রীর মন মজেছে বিলেতি পাহাড়ে। শুধু তাই নয়, একটি লেকের ধার থেকেও নিজেকে ধরা দেন ফারিণ। 

মন্তব্য করুন