বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ২০ চৈত্র ১৪৩১

হার্টথ্রুব তারকাদের ঈদ আনন্দ

বিনোদন ডেস্ক
  ৩১ মার্চ ২০২৫, ১৮:০৮
ছবি-সংগৃহীত

সেলিব্রেটিদের জীবন যাপন নিয়ে দর্শকদের আগ্রহের কমতি নেই। তাও যদি শাকিব খান, পরীমনি ও জয়া আহসানদের মতো হার্টথ্রুব তারকারা হোন তবে তো কথাই নেই। এবারের ঈদুর ফিতরে সুনির্দিষ্ট পরিকল্পনার কথা জানিয়েছেন তারা।

ঈদের দিন তারা কী করবেন তা শেয়ার করেছেন গণমাধ্যমের সঙ্গে।

সকালে নামাজ আদায় করেছেন শাকিব। নামাজ থেকে ফিরে মায়ের হাতের পায়েস খেয়েছেন।  এদিনে আত্মীয়স্বজনরা বাসায় আসে, তাদের সঙ্গে সময় কাটান শাকিব।  

দুপুরের পর ঈদে আমার মুক্তিপ্রপ্ত সিনেমার খোঁজ-খবর নেবেন শাকিব।  এবার ঈদে দেশের বাইরে শুটিং নাই, তাই দেশেই ঈদ করছেন।  

ঈদ ঢাকাতেই করছেন পরীমনি। ছেলে ও দত্তক মেয়ের জন্যে কেনাকাটা করেছেন। সেগুলো সন্তানদের পরিয়েছেন। ঈদে নানাকে মিস করেন পরী। তার ভাষায়, আমার সারাজীবন ঈদের জামাটা আমার নানার দেওয়া ছিল। 

শেষবার নানু ভাই আমাকে ৪টা শাড়ি কিনে দিলেন। একটা পরলাম, বাকি তিনটা আর পরা হলো না। তার মধ্যে একটা শাড়ি দিয়ে এবার আমার বাচ্চাদের জন্য ঈদের জামা বানিয়ে দিচ্ছি। 

ঈদে কোথাও যাবেন না জনপ্রিয় এই নায়িকা। আজ মেয়ের মুখে ভাতের আয়োজন রয়েছে। টানা শুটিং করে এখন একটি ছুটির মুডে আছি। বাসায় সবাই মিলে আমার অভিনীত ওয়েবসিরিজ 'জিম্মি' দেখব।

ঈদের দিন নিজে রান্না করে আশপাশের লোকজনকে খাওয়ান জয়া আহসান। বিশেষ করে শিশুদের। রাতে নানুর বাসায় যাবেন জয়া। বাসায় ঈদের দিন মেহমান আসবে তাদের আপ্যায়ন করা হবে। এভাবেই ঈদের দিন কেটে যাবে জয়ার।

মন্তব্য করুন