শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ০৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

এক গানে কত টাকা পেলেন এ আর রহমান

বিনোদন ডেস্ক
  ০২ মার্চ ২০২৫, ১২:২৬

তার গান মানেই বাড়তি আগ্রহ শ্রোতাদের। সিনেমাতে তার গান রাখা হয় দর্শককে আকৃষ্ট করতে। অনেক সিনেমার ভাগ্যেই বদলে দিয়েছেন ভারতের সংগীত জাদুকর এ আর রহমান। 

দীর্ঘ দিনের ক্যারিয়ারে বহু হিট ও ঐতিহাসিক গান উপহার দিয়েছেন তিনি। বর্তমানে ভারতের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া গায়কও তিনি।

পিঙ্কভিলার প্রতিবেদন বলছে, ‘মা তুজে সালাম’খ্যাত গায়ক এ আর রহমান এক গান জন্য ৩ কোটি রুপি পারিশ্রমিক নেন। একটি সিনেমায় গান করতে তিনি পারিশ্রমিক নেন ৮-১০ কোটি রুপিরও বেশি। মোটা এই পারিশ্রমিকের কল্যাণে তার মোট সম্পদের পরিমাণ

বর্তমানে প্রায় ১৭০০ কোটি রুপি।

সর্বশেষ এ আর রহমান ‘ছাবা’ সিনেমার স্কোর এবং সাউন্ডট্র্যাক কম্পোজ করেছেন। ছবিটি বর্তমানে ভারতীয় বক্স অফিসে রাজত্ব করছে। গানগুলোও বেশ প্রশংসা পেয়েছে। এছাড়া তিনি জার্মান সংগীতজ্ঞ হান্স জিমারের সঙ্গে মিলে রণবীর কাপুর ও নীতেশ তিওয়ারির ‘রামায়ণ’ সিনেমার সংগীতায়োজন করতে যাচ্ছেন।

এ আর রহমানের পারিশ্রমিক অন্যান্য শীর্ষ গায়কদের তুলনায় প্রায় ১১০০% বেশি, পিঙ্কভিলা এমনটাই দাবি করেছে। সেইসঙ্গে তারা প্রকাশ করেছে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতের শীর্ষ ৫ গায়কের তালিকাও।

শীর্ষ ৫ ভারতীয় গায়কের পারিশ্রমিক (প্রতি গান):
এ আর রহমান: ৩ কোটি রুপি
শ্রেয়া ঘোষাল: ২৫ লাখ রুপি
সুনিধি চৌহান: ১৮-২০ লাখ রুপি
অরিজিত সিংহ: ১৮-২০ লাখ রুপি
সোনু নিগাম: ১৫-৮০ লাখ রুপি

এছাড়া জনপ্রিয় পাঞ্জাবি গায়ক দিলজিৎ দোসাঞ্জ প্রতিটি গানের জন্য পারিশ্রমিক পান ১০ লাখ রুপিরও বেশি। একইভাবে মিকা সিং, বাদশাহ এবং নেহা কক্করও প্রায় একই পরিমাণ আয় করেন।

মন্তব্য করুন