মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ২৫ চৈত্র ১৪৩১

ঘর ছেড়ে কোথায় উঠছেন শাহরুখ পরিবার

বিনোদন ডেস্ক
  ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:৪৯
ছবি-সংগৃহীত

মুম্বাই গেলেই শাহরুখ খানের বাড়ি ‘মন্নত’-এর সামনে ভিড় করেন অনুরাগীরা। এবার সেই ‘মন্নত’ ছাড়ছেন বলিউডের বাদশাহ। খুব শীঘ্রই নাকি সপরিবার ঠিকানা বদল করছেন বলিউড তারকা। 

বান্দ্রায় সমুদ্রমুখী সেই বাড়ি থেকে বেরিয়ে মুম্বইয়ের পালি হিলের আবাসনে গিয়ে উঠবেন শাহরুখ ও তার পরিবার। সম্প্রতি এই বিলাসবহুল বাসস্থান ভাড়া নিয়েছেন শাহরুখ। কিন্তু কেন হঠাৎ ‘মন্নত’ থেকে বিদায় নিচ্ছেন শাহরুখ ও তার পরিবার?

জানা গেছে, ‘মন্নত’-এর অন্দরসজ্জা নাকি একেবারে বদলে যাবে। সেই সংক্রান্ত কাজ শুরু হবে বাড়িতে। তাই আপাতত ওই বাড়ি ছেলে পালি হিলের বাড়িতে থাকবে খান পরিবার। 

আগামী মে মাস থেকে শুরু হবে ‘মন্নত’-এর কাজ। টানা দু’বছর ধরে বাড়ির কাজ চলবে। ‘মন্নত’-এ নাকি আরও দু’টি তল যোগ করা হবে। এর জন্য প্রশাসনের তরফ থেকে গৌরী খান অনুমতিও নিয়েছিলেন ২০২৪ সালে।

যত দিন ‘মন্নত’-এ কাজ চলবে, পালি হিলের বাড়িতেই সংসার পাতছেন তারা। পালি হিলের সেই আবাসনের চারটি তল ভাড়া নিয়েছেন শাহরুখ ও গৌরী। বছরে ২.৯০ কোটি টাকা ভাড়া দিতে হবে নতুন বাসার জন্য।

এই খবরে মন ভেঙেছে অনুরাগীদের। প্রায়ই ‘মন্নত’-এর ছাদ থেকে ভক্তদের দেখা দেন শাহরুখ। হাত নাড়েন তাঁদের উদ্দেশে। সেই ইচ্ছে আপাতত পূরণ হবে না অনুরাগীদের। 

উল্লেখ্য, এই মুহূর্তে শাহরুখ ব্যস্ত তার আসন্ন ছবি ‘কিং’ নিয়ে। এই ছবিতেই প্রথম বার শাহরুখ-কন্যা সুহানা খানকে বড় পর্দায় অভিনয় করতে দেখা যাবে।

মন্তব্য করুন