বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

মানসিকভাবে ভেঙে পড়েছেন রোজলিন খান

বিনোদন ডেস্ক
  ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৪৯

ক্যানসার আক্রান্ত হওয়ার ভান করছেন হিনা খান। কিছু দিন আগেই এই বিস্ফোরক দাবি করেছিলেন রোজলিন খান। তিনি নিজেও ক্যানসার যোদ্ধা। তাই রোজলিনের দাবি, কেমো নেওয়ার পরে মোটেই ঘুরে বেড়ানো যায় না। 

কিন্তু হিনা সব কাজই করছেন। প্রচারের আলোয় থাকতেই নাকি ‘বিগবস্’ খ্যাত অভিনেত্রী ক্যানসার আক্রান্ত হওয়ার ভান করছেন, এই দাবি করার পরেই হিনার পরিবার ও বন্ধুদের তরফ থেকে খুনের হুমকি পাচ্ছেন রোজ়লিন।

গত বছর নিজেই হিনা ঘোষণা করেছিলেন, তিনি স্তন ক্যানসারের তৃতীয় পর্যায়ে রয়েছেন। তার পর থেকে ক্যানসারের সঙ্গে তাঁর লড়াইয়ের বিভিন্ন মুহূর্ত সমাজমাধ্যমে ভাগ করে নেন অভিনেত্রী। 

এই দেখে রোজ়লিন দাবি করেছিলেন, ক্যানসারের মতো অসুখের প্রভাব সাংঘাতিক। হিনা এই অসুখ নিয়ে অসততা করছেন। রোজ়লিন এমনকি দাবি করেন, হিনা নাকি তাঁর চিকিৎসককে ঘুষ দিয়ে বিষয়গুলো আড়াল করছেন। এই সব দাবি করার পরেই বিপাকে পড়েছেন তিনি।

এক সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে রোজ়লিন বলেছেন, “আমার কাছে অসংখ্য হুমকি ফোন আসছে যা আমাকে বিপর্যস্ত করে তুলেছে। ফোন করে রীতিমতো আমাকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। আমি চুপ না করলে, পরিণতি খুব খারাপ হবে। এই সব বলা হচ্ছে। এছাড়াও নোংরা নামে আমাকে সম্বোধন করা হচ্ছে। 

ধর্ষণের হুমকিও দেওয়া হচ্ছে। এমন হুমকিও দেওয়া হচ্ছে, আমার উপর অ্যাসিড ছোড়া হবে। এই ক’দিনে আমি সব রকমের হুমকি পেয়ে গিয়েছি। আমি আর সহ্য করতে পারছি না।”

সরাসরি দাবি না করলেও, রোজ়লিনের অনুমান এই হুমকি আসছে হিনার পরিবার ও বন্ধুবান্ধবদের থেকে। এই পরিস্থিতিতে মানসিক ভাবেও ভেঙে পড়েছেন বলে দাবি করেছেন রোজ়লিন খান।

মন্তব্য করুন