বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিঅন্যান্যসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২১ মাঘ ১৪৩১

সাহস থাকলে কথাগুলো সালমানের সামনে বলুক

বিনোদন ডেস্ক
  ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ১১:০০

ফের সালমান খান বনাম অশ্নীর গ্রোভার। ‘বিগ বস্‌ ১৮’-র মঞ্চে অশ্নীরকে একহাত নিয়েছিলেন সলমন। চুপ করে দাঁড়িয়ে শুনেছিলেন উদ্যোগপতি। মাথা নিচু করে সম্মতি জানিয়েছিলেন ভাইজানের কথায়।

কিন্তু ‘বিগ বস্‌ ১৮’ শেষ হতেই ১৮০ ডিগ্রি ঘুরে গিয়েছেন অশ্নীর। এক ভিডিয়োয় রীতিমতো সলমনের নাম না করে সুর চড়িয়েছেন তিনি। সেই ভিডিও দেখে আবার অশ্নীরকে খোঁচা দিয়েছেন উরফি জাভেদ।

বিতর্কের সূত্রপাত একটি ভিডিয়োকে ঘিরে। সেই ভিডিয়োতে অশ্নীর দাবি করেছিলেন, সলমন নাকি তাঁর সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসাডর ছিলেন। সলমন নাকি সাড়ে ৭ কোটি টাকা পারিশ্রমিক চেয়েছিলেন। কিন্তু অশ্নীর সঙ্গে কথা বলার পরে নাকি তিনি সাড়ে ৪ কোটি টাকা পারিশ্রমিকে রাজি হন। এর পরে ‘বিগ বস্‌ ১৮’-র মঞ্চে অশ্নীরকে একহাত নিয়েছিলেন ভাইজান। 

স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, অশ্নীরের সঙ্গে দেখা করা তো অনেক দূর। তাঁর নামই শোনেননি। সেই সময়ে মুখ দিয়ে আওয়াজ বেরোয়নি অশ্নীরের। কিন্তু এত দিন পরে তিনি ফুঁসে উঠেছেন।

অশ্নীর নতুন এক ভিডিওতে বলেছেন, “অকারণে আমার সঙ্গে ঝামেলা (ফালতু পাঙ্গা) করে প্রতিযোগিতা শুরু করেছে। আমি তো ভদ্রভাবেই গিয়েছিলাম (‘বিগ বস্‌ ১৮’)। ওরাই আমাকে ডেকেছিল। নাটক করার জন্য বলে দিল, ‘আপনার সঙ্গে তো দেখাই হয়নি কখনও। আপনার নামও জানি না।’ আরে, নাম না জানলে আমাকে ডাকলে কেন?” এই প্রসঙ্গে উরফির দাবি, এ সব কথা সলমনের সামনে বলার সাহস নেই অশ্নীরের।

উরফি খোঁচা দিয়ে বলেন, “এই কথাগুলো শুধু সালমানের সামনে দাঁড়িয়ে বলে দেখাক। এই লোকটা হবে সলমনের প্রতিযোগী?” উরফিকে সমর্থন করেছেন অনেকেই। এক নেটাগরিক তাই লিখেছেন, “এই কথাগুলো সেই দিন মঞ্চে দাঁড়িয়ে বলতে পারলেন না কেন! সে দিন তো মুখ দিয়ে শব্দ বেরোচ্ছিল না। একেই বলে দ্বিচারিতা।”

মন্তব্য করুন