মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

মঙ্গলবার, ০৭ জানুয়ারি ২০২৫, ২৪ পৌষ ১৪৩১

ভাইজানের জীবনে এসেছেন বহু নারী

বিনোদন ডেস্ক
  ০৪ জানুয়ারি ২০২৫, ০০:৩১
ছবি-সংগৃহীত

বড় পর্দায় সলমন খানের ছবি এলে মুহূর্তে ভরে যায় প্রেক্ষাগৃহ। কিন্তু তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও অনুরাগীদের প্রবল আগ্রহ। ভাইজানের জীবনে এসেছেন বহু নারী। প্রেমের সম্পর্কে জড়ালেও কোনও বারই ছাঁদনাতলায় পৌঁছননি তিনি। যদিও সঙ্গীতা বিজলানির সঙ্গে বিয়ের সমস্ত কথাবার্তা হয়ে গিয়েছিল সলমনের। কিন্তু সেখানেও ঘটেছিল ছন্দপতন।

সম্প্রতি এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সঙ্গীতা। সত্যিই কি তাঁর ও সলমনের বিয়ের কার্ডও ছাপা হয়ে গিয়েছিল? প্রশ্ন করা হয় তাঁকে। সঙ্গীতা জানান, এই তথ্য মোটেই মিথ্যা নয়। সলমন নিজেও ‘কফি উইথ কর্ণ’-এর এক এপিসোডে স্বীকার করেছিলেন, সঙ্গীতার সঙ্গে তাঁর বিয়ে ঠিক হয়েছিল। কিন্তু তিনি প্রতারণা করায় সেই বিয়ে ভেঙে যায়।

এই একই বিষয় নিয়ে মুখ খুলেছিলেন সলমনের আর এক প্রাক্তন প্রেমিকা সোমি আলি। তিনিই জানিয়েছিলেন, তাঁকে ও সলমনকে হাতেনাতে ধরে ফেলেছিলেন সঙ্গীতা বিজলানি। তাঁর জন্যই যে সলমন-সঙ্গীতার বিয়ে ভেঙেছিল, তা নিজেই স্বীকার করেছিলেন সোমি। 

সাক্ষাৎকারে সোমিকে প্রশ্ন করা হয়েছিল, “সঙ্গীতা আপনার উপর চটে আছেন কেন?” উত্তরে তিনি বলেছিলেন, “আমার জন্যই ওর বিয়ে ভেঙে যায়। বিয়ের কার্ড ছাপা হয়ে গিয়েছিল। ওদের বিয়ের সব ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু আমার বাড়িতেই সঙ্গীতা আমাদের একসঙ্গে হাতেনাতে ধরে ফেলেছিল।”

সম্প্রতি সঙ্গীতা জানিয়েছেন, প্রেমিক হিসাবে সলমনের অধিকারবোধ প্রবল ছিল। বিশেষ কিছু পোশাকের ব্যাপারে নিষেধাজ্ঞা জারি করেছিলেন সলমন। সঙ্গীতা ও সোমির পরেও বহু অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তাঁদের মধ্যে অন্যতম দু’জন হলেন ঐশ্বর্যা রাই বচ্চন ও ক্যাটরিনা কইফ। যদিও ক্যাটরিনার সঙ্গে বন্ধুত্বের সম্পর্ক এখনও বজায় রেখেছেন ভাইজান।

মন্তব্য করুন