বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রহায়ণ ১৪৩১

মা হতে কোথায় ছুটছেন সামান্থা

বিনোদন ডেস্ক
  ১০ ডিসেম্বর ২০২৪, ০০:২৪
ছবি-সংগৃহীত

এক সময় নাগা চৈতন্যের সন্তানের মা হতে চেয়েছিলেন। সে ইচ্ছা অপূর্ণই থেকে গিয়েছে সামান্থা রুথ প্রভুর জীবনে। সম্প্রতি প্রাক্তন স্বামী নাগা চৈতন্য বিয়ে করেছেন শোভিতা ধুলিপালাকে। 

বিয়ের নানা মুহূর্তের ছবি সমাজমাধ্যমে ঘুরে বেরাচ্ছে। জীবনের নতুন অধ্যায়টি পরিপূর্ণ ভাবে উদ্‌যাপন করছেন নাগা ও শোভিতা। আগামীর পথ একসঙ্গে চলার শপথ

নিয়েছেন তাঁরা। তবে এগোতে পারেননি সামান্থা। প্রাক্তন স্বামী যখন নতুন জীবনে ব্যস্ত, তখনই সামান্থা পৌঁছে গেলেন শিশুদের মাঝে।

একাধিক সাক্ষাৎকারে সামান্থা জানিয়েছিলেন, শিশুদের পছন্দ করেন তিনি। নাগার সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনার ইচ্ছে ছিল তাঁর। এক বেসরকারি স্কুলের বার্ষিক খেলাধুলোর অনুষ্ঠানে পৌঁছে গিয়েছিলেন সামান্থা। 

সেখানেই এক দল শিশুর সঙ্গে সময় কাটালেন অভিনেত্রী। সেই সব মুহূর্তের ছবি তুলে ধরলেন সমাজমাধ্যমে। শিশুদের মধ্যে ছোট থেকেই মূল্যবোধ ও জ্ঞানের বীজ বপন করা কতটা জরুরি তা উঠে এসেছে সামান্থার লেখা পোস্টে।

তবে এই ছবিগুলি দেখে আবেগঘন হয়ে পড়েছেন অভিনেত্রীর অনুরাগীরা। তাঁদের আক্ষেপ, এক দিন নিজের সন্তান চেয়েছিলেন তিনি। এক সাক্ষাৎকারে সামান্থা বলেছিলেন, ‘মা হওয়ার ইচ্ছে আমার বহু দিনের। আমি জীবনের কোনও একটা পর্যায়ে পৌঁছে মা হতে চাই। অনেক সময় আমরা বয়স নিয়ে চিন্তা করি। আগে থেকেই ভেবে ফেলি, মা হওয়ার সঠিক সময় কোনটা। কিন্তু আমার মনে হয় মা হতে গেলে আলাদা করে কোনও বয়সের প্রয়োজন পড়ে না।’’

কিছু দিন আগেই ‘সিটাডেল হানি বানি’র প্রচারে বরুণ ধওয়ানে সঙ্গে এক অনুষ্ঠানে হাজির ছিলেন সামান্থা। অনুষ্ঠানের একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, সামান্থা যেন গুমরে রয়েছেন। কোনও রকমে ভিতরের কষ্ট চাপা দেওয়ার চেষ্টা করছেন। মুখে হাসি লেগে থাকলেও তাঁর চোখ বলছে, তিনি ভাল নেই।

এক প্রশ্নের উত্তরে বরুণ তাঁর নিজের পরিবার নিয়ে কথা বলছিলেন। বরুণ বলেন, “এটা আমার জীবনের গুরুত্বপূর্ণ পর্ব ছিল। আমি আর নাতাশা সেই সময়েই পরিবার পরিকল্পনা করি। ‘সিটাডেল হানি বানি’ সিরিঝৈ আমার চরিত্র বানিও খুব পরিবারকেন্দ্রিক। নায়ক পরিবার চায়। 

আমার মধ্যেও এই চাহিদা রয়েছে। তাই চরিত্রটি সহজে বুঝতে পারি।” তাতেই যেন কষ্ট চেপে রাখতে পারেননি অভিনেত্রী। চোখ ছল ছল করে ওঠে তাঁর।

মন্তব্য করুন