বিয়ের পিঁড়িতে বসছেন অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ। দীর্ঘ দিন ধরে শেন গ্রেগ-এর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনুরাগ-কন্যা।
ইতিমধ্যেই বিয়ের আগের বিভিন্ন রীতি শুরু হয়ে গিয়েছে। অনুরাগ নিজেই মেয়ের গায়েহলুদের ছবি প্রকাশ করেছেন। বর-কনে দু’জনেই এ দিন মিলিয়ে হলুদ রঙের পোশাক বেছে নিয়েছেন।
আলিয়ার পরনে হলুদ লেহঙ্গা। শেন বেছে নিয়েছেন হলুদ রঙের পাঞ্জাবি। গায়েহলুদ থেকে মেয়ে-জামাইয়ের ফুলের পাপড়ি মাখা সোহাগী ছবি ভাগ করে নিয়েছেন অনুরাগ। ছবিতে সেই আসরে দেখা যাচ্ছে খুশি কপূরকেও। খুশির পরনেও হলুদ ছাপ লেহঙ্গা। সঙ্গে মানানসই গয়না ও মাথায় বাঁধা খোঁপা।
ছবিতে খুশি ছাড়াও দেখা যাচ্ছে পরিচালক ইমতিয়াজ় আলির কন্যা ইদা আলি ও ফ্যাশন ব্লগার মুসকান চনানাকে। ইদাও সমাজমাধ্যমে গায়ে হলুদের একটি ভিডিয়ো ভাগ করেছেন। শনিবারও প্রাক্-বিবাহ অনুষ্ঠান ছিল। খুশির সমাজমাধ্যমে সেই অনুষ্ঠানের কিছু ছবি রয়েছে।
খুশি সেই ছবিগুলির সঙ্গে লিখেছেন, “আলিয়া ও শেনের বিয়ের মরসুম শুরু হল।” এই দিন আলিয়া বেছে নিয়েছিলেন সাদা রঙের একটি গাউন। গলায় নজরকাড়া হার। কনের সহচরীরা এ দিন সকলে পরেছিলেন গোলাপি রঙের পোশাক। খুশি বেছে নিয়েছিলেন হালকা গোলাপি রঙের অফ শোল্ডার পোশাক।
গত বছর থেকেই জল্পনা, ঠিক কবে বিয়ে করছেন অনুরাগ-কন্যা। গত বছর বাগ্দান পর্ব সেরেছিলেন আলিয়া ও শেন। ঘনিষ্ঠ পরিজনদের সাক্ষী রেখেছিলেন সেই বিশেষ দিনে। আগামী ১১ ডিসেম্বর বিয়ে করছেন তাঁরা। বিয়ের ঠিক আগেই মেয়ের বিষয়ে একটি আবেগঘন পোস্ট করেছেন অনুরাগও।
মন্তব্য করুন