বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

প্রেমিককে ‘জ্যান্ত পুড়িয়ে’ দিলেন আলিয়া!

বিনোদন ডেস্ক
  ০৩ ডিসেম্বর ২০২৪, ১৪:০৮
ছবি-সংগৃহীত

প্রেম ভেঙেছেন। তারই প্রতিশোধ নিলেন প্রাক্তন প্রেমিকা! বয়সে ৮ বছরের ছোট প্রাক্তন প্রেমিক ও তার বর্তমান প্রেমিকাকে পুড়িয়ে দিলেন নার্গিস ফকরির বোন। নিউ ইয়র্কের কুইনস এলাকার বাসিন্দা অভিনেত্রীর বোন আলিয়া ফকরি। জোড়া খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে তাঁকে।

৪৩ বছরের আলিয়ার জন্ম কুইনস এলাকাতেই। সেখানেই বড় হয়ে ওঠা। আলিয়ার প্রাক্তন প্রেমিকের নাম এডওয়ার্ড জেকবস। তাঁর বান্ধবী অ্যানাস্টাশিয়া স্টার ইটেইন। আলিয়ার বিরুদ্ধে অভিযোগ, প্রাক্তন প্রেমিক ও তাঁর বান্ধবী দু’জন যখন একটি গ্যারেজে ছিলেন, তখন সেখানে আগুন ধরিয়ে দেওয়া হয়। 

আগুনে পুড়ে ও বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয় মৃত্যু হয় তাঁদের। প্রত্যক্ষদর্শীদের মতে ২ নভেম্বর নার্গিস প্রাক্তন প্রেমিক জেকবসের বাড়ি যান। তখন ঘড়ির কাঁটায় সাড়ে ৬টা। প্রাক্তন প্রেমিকের বাড়িতে ঢুকে আলিয়া বলেন, ‘‘তোমাকে আজ মরতেই হবে।’’ সেই সময় অন্য আর এক ব্যক্তিও উপস্থিত ছিলেন জেকবের বাড়িতে। 

তিনি জানান, বাড়িতে ঢোকামাত্রই জেকবসের উপর চিৎকার শুরু করেন আলিয়া। যদিও সেই সময় জেকব ঘুমে আচ্ছন্ন ছিলেন। কিন্তু আলিয়া কোনও কথা শুনতেই রাজি ছিলেন না। চিৎকার শুনে এক প্রতিবেশী বাইরে আসতেই দেখেন দাউ দাউ করে জ্বলছে বাড়ি। জেকবসের এক বন্ধু আসেন তাঁকে বাঁচাতে, কিন্তু তত ক্ষণে আগুন এমন ছড়িয়ে পড়ে যে ভিতরেই মৃত্যু হয় জেকব ও তাঁর বান্ধবীর।

জানা গিয়েছে, বছরখানেক আগে জেকবসের সঙ্গে প্রেম ভাঙে আলিয়ার। তার পর থেকে নাকি তাঁকে হুমকি দিতেন নার্গিসের বোন। জেকবসের মায়ের দাবি, সম্পর্ক শেষ হওয়ার পরও নানা অজুহাতে তাঁর ছেলের সঙ্গে দেখা করার চেষ্টা করতেন আলিয়া। এ দিকে আলিয়ার মা জানিয়েছেন, তাঁর মেয়ে নির্দোষ। অত্যন্ত ভাল মনের একজন মানুষ। এমন কাজ নাকি তিনি করতেই পারেন না।

‘রকস্টার’ ছবির মাধ্যমে হিন্দি ছবিতে আত্মপ্রকাশ নার্গিস ফকরির। তার পর একে একে ‘মাদ্রাজ ক্যাফে’, ‘ম্যায় তেরা হিরো’, ‘হাউসফুল’, ‘আজহার’-এর মতো ছবিতে দর্শকের মন কেড়েছেন অভিনেত্রী। কিন্তু অভিনয় কেরিয়ারে যে বিরাট সাফল্য পেয়েছেন, এমনটা নয়। তাই মাঝে আমেরিকায় ফিরে যান। এ বার সেখানে ফিরে গিয়ে ঝামেলায় জড়িয়ে পড়লেন অভিনেত্রী!

মন্তব্য করুন