শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

আত্মহত্যার চিন্তাও মাথায় ছিল এআর রহমানের

বিনোদন ডেস্ক
  ২২ নভেম্বর ২০২৪, ০৭:২৯
ছবি-সংগৃহীত

দীর্ঘ ২৯ বছরের দাম্পত্যে দাঁড়ি এআর রহমানের। হৃদয়ে পাথর রেখেই নাকি এই সিদ্ধান্ত নেন সুরকার। সম্পর্কে তিক্ততার কারণেই ভালো সংসার, জানান এআর রহমানের স্ত্রী সায়রা বানুর আইনজীবী। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই চর্চায় এআর রহমান। শিল্পীর বহু পুরনো সাক্ষাৎকারও ফিরে আসছে নেটদুনিয়ায়।

একটা সময় নাকি আত্মহত্যার চিন্তাও মাথায় এসেছিল এআর রহমানের। শিল্পীর পাশে ছিলেন তাঁর প্রয়াত মা। তাঁর সঙ্গে কথা বলেই কোনও রকমে এই ধরনের চিন্তাভাবনা থেকে মুক্তি পেয়েছিলেন, পুরনো এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন রহমান।

সেই সাক্ষাৎকারে এআর রহমান বলেছিলেন, “অন্যের জন্য বাঁচলে, আত্মহত্যার মতো ভাবনা মাথায় আসে না। আমার মায়ের থেকে পাওয়া সেরা পরামর্শ এটাই। অন্যের জন্য বাঁচার অর্থ, আপনি স্বার্থপর নন। তার মানে, জীবনেরও অর্থ রয়েছে। এই পরামর্শকে আমি খুবই গুরুত্ব দিয়েছিলাম।”

সুরস্রষ্টা যোগ করেন, “অন্যের জন্য গানে সুর দিয়ে, কখনও গানের কথা লিখে, ক্ষমতাহীন মানুষকে খাবার কিনে দিয়ে অথবা অন্যের দিকে মুচকি হেসে জীবন চলতে থাকে। এগুলোই আমাদের এগিয়ে নিয়ে যায়।”

বিবাহবিচ্ছেদের খবর প্রকাশ হওয়ার পরে এআর রহমান নির্দ্বিধায় জানিয়েছেন, তাঁর মন ভেঙেছে। শিল্পী তাঁর পোস্টে লিখেছেন, “আমরা ভেবেছিলাম ৩০তম বছরে অন্তত পৌঁছতে পারব। কিন্তু এই শেষটা আমরা কল্পনাতেও ভাবিনি। 

হৃদয় ভাঙার ভারে ঈশ্বরের আসন পর্যন্ত আজ কেঁপে উঠতে পারে। যদিও, এই দুঃখের মাঝেও আমরা জীবনের অর্থ খোঁজার চেষ্টা করছি। হয়তো ভেঙে যাওয়া অংশগুলো আর কখনওই আগের মতো জোড়া লাগবে না।”

মন্তব্য করুন