শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১

শাহরুখকে সন্দেহ করার আগে যেন আমার মরণ হয়: গৌরী

বিনোদন ডেস্ক
  ২১ নভেম্বর ২০২৪, ২১:৪০
ছবি-সংগৃহীত

পর্দায় তার প্রেমের দৃশ্যে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতে হয়। গোটা একটা প্রজন্ম তাকে দেখে প্রেমের ভাষা শিখেছে। শুধু অভিনয় নয়, তার বক্তব্যও মন্ত্রমুগ্ধ হয়ে শোনেন অনুরাগীরা। মাথা গরম হলে তার অন্য রূপ। শাহরুখের এমন স্বভাবের কথা প্রকাশ্যে এনেছিলেন গৌরী খান।

পুরনো একটি ঘটনার কথা তুলে ধরলেন তিনি। শাহরুখ এতই চটেছিলেন যে এক বিনোদন ম্যাগাজিনের অফিসে হঠাৎ প্রবেশ করে মেজাজ হারিয়ে ফেলেন। শাহরুখ ও গৌরী প্রথম থেকেই বলিউডের ‘পাওয়ার কাপল’ হিসাবে পরিচিত। 

সব সময়ই তাদের সম্পর্ক অনুপ্রেরণা জুগিয়ে এসেছে। কিন্তু একটা সময় শাহরুখের নাম জড়ায় জুহি চাওলার সঙ্গে। উল্লিখিত ম্যাগাজ়িনেই লেখা হয়েছিল, শাহরুখের সঙ্গে নাকি মন দেওয়া-নেওয়ার পর্ব চলছে জুহির। বিষয়টি মোটেই ভাল ভাবে গ্রহণ করেননি বলিউডের বাদশাহ।

১৯৯৪ সালে গৌরী এক সাক্ষাৎকারে বলেছিলেন, “ওর (শাহরুখ) আর জুহির সম্পর্ক নিয়ে লেখা হয় এবং ‘ডর’ ছবির একটি দৃশ্য ছাপা হয়। এই খবর পড়ে ওদের অফিসে পৌঁছে যায় শাহরুখ। আমি শাহরুখকে এবং ওঁর সহ-অভিনেতাদের বিশ্বাস করি। খুবই ভাল সম্পর্ক প্রত্যেকের। 

লন্ডনে টানা দশটা দিন কাজল, তনুজা আন্টি, শিল্পা শেট্টির সঙ্গে কাটিয়েছিলাম। শহরের নাটক দেখেছিলাম। একসঙ্গে কেনাকাটা করেছিলাম।” গৌরী এ-ও বলেছিলেন, শাহরুখকে সন্দেহ করার কোনও প্রশ্নই ওঠে না। তাঁর কথায়, “ওকে সন্দেহ করার আগে বরং আমি মরে যাব।”

আরও এক বার মেজাজ হারিয়েছিলেন শাহরুখ। সুভাষ ঘাইয়ের পার্টিতে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়েছিল। পরিস্থিতি বেগতিক দেখে কোনও মতে শাহরুখকে টেনে সরিয়ে নিয়ে যান গৌরী। যদিও শাহরুখ-পত্নী জানতেন, দোষ ছিল সেই ব্যক্তিরই। তা-ও তাঁর কাছে কাকুতিমিনতি করে সমস্যা থামিয়েছিলেন তিনি।

মন্তব্য করুন