বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

তিন দশক পর মুক্তি পাচ্ছে ‘করণ অর্জুন’

বিনোদন ডেস্ক
  ১৭ নভেম্বর ২০২৪, ১৯:৪১
ছবি-সংগৃহীত

আগামী সপ্তাহে আরও এক বার প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘করণ অর্জুন’। ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বক্স অফিসে একাধিক নজির গড়ে। সেই সঙ্গে ছবিটি শাহরুখ খান এবং সালমান খানের কেরিয়ারের অন্যতম উল্লেখযোগ্য ছবি। 

কারণ এই ছবিতেই তাঁরা প্রথম একসঙ্গে অভিনয় করেন। প্রায় তিন দশক পর এই ছবির সিক্যুয়েল প্রসঙ্গে ইঙ্গিত দিলেন ছবির পরিচালক রাকেশ রোশন।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে রাকেশকে প্রশ্ন করা হয়, এখন ছবিটি নতুন করে তৈরি করতে হলে করণ এবং অর্জুন চরিত্রে তিনি কাকে বেছে নেবেন। স্বাভাবিক ভাবেই অনুরাগীরা এ রকম একটি ছবিতে আরও এক বার শাহরুখ এবং সলমনকেই দেখতে পছন্দ করবেন। কিন্তু, রাকেশ কিন্তু সেই পথে হাঁটেননি। 

পরিচালক জানিয়েছেন, তিনি দুই চরিত্রে হৃত্বিক রোশন এবং রণবীর কপূরকে বেছে নেবেন। রাকেশ বলেন, ‘‘আমি ছবিটার রিমেক বা সিক্যুয়েল তৈরি করতে চাই না। কিন্তু যদি করতেই হয়, সেক্ষেত্রে আমি করণের চরিত্রে হৃত্বিক রোশন এবং অর্জুনের চরিত্রে রণবীর কপূরকে বেছে নেব।’’

সেই সময় এই ছবিতে কেন শাহরুখ এবং সলমনকে বেছে নিয়েছিলেন রাকেশ, সে কথাও স্পষ্ট করেছেন তিনি। রাকেশের কথায়, ‘‘সলমনের সুঠাম দেহের কারণে করণ চরিত্রে ওকে পছন্দ হয়। অন্য দিকে, ‘কিং আঙ্কল’-এ শাহরুখের সঙ্গে কাজ করেছিলাম এবং ‘ফৌজি’-তেও ওকে আমার পছন্দ হয়েছিল।’’

তিন দশক পর ‘করণ অর্জুন’ যে আবার প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে, সে কথা জানিয়ে সমাজমাধ্যমে একটি পোস্ট করেছেন হৃত্বিক। উল্লেখ্য, এই ছবিতে সহরকারী পরিচালক হিসেবে কাজ করেছিলেন তিনি।

মন্তব্য করুন