বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১

পরনে লাল বিকিনি, বেদাঙ্গের জন্য কী করলেন খুশি?

বিনোদন ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৪, ১৬:২৬

বি-টাউনে সদ্য সফর শুরু করেছেন খুশি কপূর ও বেদাঙ্গ রায়না। বয়স কম হলেও ইতিমধ্যেই বলিউডের ‘পাওয়ার কাপল’ তকমা পেয়েছেন যুগল। বি-টাউনের যে কোনও অনুষ্ঠানে হাতে হাত রেখে প্রবেশ করতে দেখা যায় তাঁদের। 

খুশিকে আগলে রাখতেও দেখা যায় তাঁকে। তাই ইতিমধ্যেই তাঁকে ‘কেয়ারিং’ প্রেমিক বলে ডাকছেন নেটাগরিক। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কোনও দিনই কিছু বলেননি খুশি ও বেদাঙ্গ। তবে বলিউডের এই গুঞ্জনে যে কোনও ভেজাল নেই তা অনেকেরই জানা। এই জল্পনা আরও একবার উসকে দিলেন স্বয়ং খুশি।

কিছু দিন আগেই তিনি বিদেশ থেকে ঘুরে এলেন। বিলাসবহুল ভ্রমণের ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিতেই নেটাগরিকের চোখে পড়েছে একটি বিষয়। খুশির হাতের ব্রেসলেটে বেদাঙ্গের নাম খোদাই করা রয়েছে। 

ছবিতে খুশিকে দেখা গিয়েছে লাল রঙের বিকিনিতে। তবে বিকিনি পরিহিত খুশির থেকেও তাঁর হাতের দিকেই বেশি নজর দিয়েছেন অনুসরণকারীরা। ব্রেসলেটে বেদাঙ্গের নাম দেখে তাঁরা নিশ্চিত, দু’জনের প্রেমের রসায়ন ভালই জমে উঠেছে।

এই বিষয়টি দেখেই বেদাঙ্গের ছবিতে মন্তব্য করা শুরু করেছেন নেটাগরিকেরা। বেদাঙ্গের ছবিতে তাঁরা লিখছেন, “খুশির ব্রেসলেটে আপনার নাম স্পষ্ট। এ বার অন্তত নিজেকে ‘সিঙ্গল’ বলা বন্ধ করুন।” কিছু দিন আগেই মুক্তি পেয়েছে বেদাঙ্গের ছবি ‘জিগরা’। 

সেই ছবি মুক্তির সময়ে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, “আমি এখন প্রেম নিয়ে তেমন ভাবছি না। বর্তমানে কাজেই মন দিচ্ছি। ওটাই এখন আমার মূল লক্ষ্য।” ব্যক্তিগত জীবন ও পেশাকে পরস্পরের থেকে আলাদা রাখতে চান বলেও জানিয়েছিলেন অভিনেতা। তবে খ্যাতি পাওয়ার পরে সম্পর্কে থাকা বেশ কঠিন বিষয় বলেও মনে করেন তিনি।

যদিও গত ২৮জুলাই বেদাঙ্গের ফোনের ওয়ালপেপারও চোখে পড়ে নেটাগরিকের। সেই ছবিতে বেদাঙ্গ ও খুশির সঙ্গে ছিলেন জাহ্নবী কপূর ও শিখর পাহাড়িয়াও।

মন্তব্য করুন