শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১
জাতীয়প্রবাস বাংলাঅপরাধবাণিজ্যরাজনীতিসারাদেশমতামতস্বাস্থ্যফিচাররাজধানীপাঠকের কথাআবহাওয়াশিল্প-সাহিত্যগণমাধ্যমকৃষি ও প্রকৃতিইসলামবৌদ্ধহিন্দুখ্রিস্টানআইন-বিচারবিবিধআপন আলোয় উদ্ভাসিতবেসরকারি চাকুরিসরকারি চাকুরি Photo Video Archive

শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১

ঐশ্বরিয়াকে কটাক্ষ, পাশে দাঁড়ালেন রেখা

বিনোদন ডেস্ক
  ১১ নভেম্বর ২০২৪, ১১:১০

প্রাক্তন বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই বচ্চন। ইরুভার সিনেমা দিয়ে অভিনয় জগতে আত্মপ্রকাশ করেন তিনি। অভিনয় দক্ষতা ও নিজের সৌন্দর্য দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। তবে কর্ণ জোহরের এক অনুষ্ঠানে ঐশ্বরিয়া এই সৌন্দর্য ‘প্লাস্টিক সার্জারি’ বলে কটাক্ষ করেছিলেন ইমরান হাশমি। নিন্দকেরাও একটা সময় এই তকমা দিয়েই খোঁচা দিয়েছে অভিনেত্রীকে। ঐশ্বরিয়ার এই দুঃসময়ে পাশে দাঁড়িয়েছিলেন কিংবদন্তী অভিনেত্রী রেখা আগারওয়াল। তিনি দাবি করেছিলেন, ভারতে মডেলদের মধ্যে সবচেয়ে সুন্দর হলেন ঐশ্বরিয়া।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, ‘মডেলদের মধ্যে আমার সবচেয়ে পছন্দ ঐশ্বরিয়াকে। নে সবচেয়ে সেরা, যারা ওকে ‘প্লাস্টিক’ বলে, আমি তাদের সমর্থন করি না। ওর অভিব্যক্তি খুবই স্বতঃস্ফূর্ত। ঐশ্বরিয়ার জন্য অন্য কারও সঙ্গে লড়তেও রাজি ছিলেন রেখা। তার ভাষ্য, “আমি বাঘিনীর মতো ওর হয়ে লড়ব। ওর জন্য অনেক ভালবাসা। প্রসঙ্গত, ‘উমরাও জান’ সিনেমাতে অভিনয় করেছিলেন রেখা। পরে ঐশ্বরিয়াকে এই একই চরিত্রে দেখা যায়। দক্ষিণ ভারতের হয়েও ঐশ্বরিয়ার মুখে উর্দু সংলাপ শুনে মুগ্ধ হয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী।

তিনি চেয়েছিলেন ঐশ্বরিয়া যেন ভারতেই থেকে অভিনয়টা চালিয়ে নিয়ে যান। রেখার ভাষ্য, ‘ও কতটা দক্ষ নিজের বোঝা উচিত। নিজেকে প্রমাণ করতে ওর হলিউডে যাওয়ার কোনও প্রয়োজন নেই। ওরা কারা, যারা দেশের বাইরে থেকে ঐশ্বরিয়ার প্রতিভা নিয়ে নিতে চাইছেন? ঐশ্বরিয়া আমাদের, তাকে যথাযোগ্য মর্যাদা দেওয়া উচিত।’

মন্তব্য করুন